Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:২৭, ১৯ নভেম্বর ২০২০

সাকিবের ক্ষমা চাওয়া নিয়ে কঙ্গনা রানাউতের সমালোচনা 

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কলকাতায় কালীপূজা উদ্বোধনের ঘটনার রেশ এখনও চলছে। সেই আলোচনায় এবার যুক্ত হলেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউত। সাকিব আল হাসানের ক্ষমা চাওয়ার খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। 

গতকাল (বুধবার) কঙ্কনা নিজের টুইটার অ্যাকাউন্টে পূজামণ্ডপ পরিদর্শন করায় সাকিবের ক্ষমা চাওয়ার খবর শেয়ার করেন। এসময় ওই টুইটটিতে অভিনেত্রী বলেন, “মন্দিরে এত ভয় কেন? কোনও কারণ তো থাকবে নিশ্চয়ই? এমনি এমনি-ই কেউ এতটা ঘাবড়ে যায় না! আমি তো সারাজীবন মসজিদে থাকলেও আমার হৃদয় থেকে কেউ রাম নাম মুছে দিতে পারবে না। নিজেদের ধর্মে বিশ্বাস নেই, নাকি তোমাদের হিন্দু অতীত মন্দিরের প্রতি আকর্ষিত করছে তোমাদেরকে? প্রশ্ন করো নিজেকে?”

কঙ্গনা আরও বলেছেন, “ওদের কাছে এর জবাব নেই। ওরা আপনার বাড়ি ভেঙে দেবে, জেলে পাঠিয়ে দেবে। আপনার আওয়াজ দমিয়ে রাখতে ডিজিটাল মাধ্যমকেও রুদ্ধ করে দেয়। কোনও ডিজিটাল মাধ্যমের কণ্ঠরোধ করা ভার্চুয়াল দুনিয়া হত্যার মতোই। এর বিরুদ্ধে কঠোর আইন বলবৎ করা দরকার।”

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কলকাতায় কালীপূজা উদ্বোধন করায় দেশে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। ফেসবুক লাইভে এসে খ্যাতনামা এ ক্রিকেটারকে কুপিয়ে খুন করার হুমকি দেয় সিলেটের এক যুবক। পরবর্তীতে তাকে গ্রেপ্তারও করা হয়। 

এদিকে সাকিবের নিরাপত্তা বৃদ্ধি করতে তাকে গানম্যান দিয়েছে বিসিবি। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়