Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:২২, ২০ নভেম্বর ২০২০

করোনামুক্ত হয়েছেন মুমিনুল হক

মুমিনুল হক

মুমিনুল হক

করোনামুক্ত হয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। বৃহস্পতিবার রাতে তার দ্বিতীয় বার পরীক্ষার ফল নেগেটিভ আসে। এখন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশগ্রহণে আর কোনো বাধা রইল না বাঁহাতি ব্যাটসম্যানের।

গত ১০ নভেম্বর সস্ত্রীক করোনা আক্রান্ত হন মুমিনুল। সেই থেকে আইসোলেশনে ছিলেন। শারীরিক অবস্থা মোটামুটি ভালো থাকায় চিকিৎসা নিয়েছেন বাসায়।

করোনা থেকে সেরে ওঠার আগেই জাতীয় দলের টেস্ট অধিনায়ককে দলে নেয় গাজী গ্রুপ চট্টগ্রাম। এখন করোনা নেগেটিভ হওয়ায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম ম্যাচে ২৬ নভেম্বর খেলতে নামবে মুমিনুলের দল গাজী গ্রুপ চট্টগ্রাম। এই লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বেক্সিমকো ঢাকা।

করোনামুক্ত হওয়ার খবর শুনে মুমিনুল বলেছেন, ‘বড় বোঝা নেমে গেল। সামনে টুর্নামেন্ট, এর আগে এমন বসে থাকা…যাক আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। মাঠে ফিরতে হবে দ্রুত। হাতে সময় আছে। আশা করছি সমস্যা হবে না।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়