Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৯, ২২ নভেম্বর ২০২০
আপডেট: ১৮:২১, ২২ নভেম্বর ২০২০

জাতীয় দলের সাবেক ফুটবলার বাদল রায় আর নেই

জাতীয় দলের সাবেক ফুটবলার বাদল রায়

জাতীয় দলের সাবেক ফুটবলার বাদল রায়

জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত জাতীয় দলের সাবেক ফুটবলার বাদল রায় আর নেই। লিভার ক্যান্সারে ভুগতে থাকা জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই সাবেক তারকা রোববার (২২ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বাদল রায়ের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, 'বাদল রায় আর আমাদের মাঝে নেই। আজ বিকেল ৫ টা ৩৬ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।'

জানা যায়, দীর্ঘদিন ধরে শারীরিক নানান সমস্যায় ভুগছিলেন এই তারকা। রাজধানী ঢাকার আসগর আলী হাসপাতালে শ্বাসকষ্টজনিত অসুখ নিয়ে কিছু দিন আগে ভর্তি হয়েছিলেন তিনি। পরবর্তীতে কিডনিতে জটিলতা দেখা দিলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর লিভার ক্যান্সার ধরা পড়ে।

এর আগে গত ১৩ আগস্ট করোনায় আক্রান্ত হয়েছিলেন বাদল রায়। বাসায় থেকে চিকিৎসা নিয়ে করোনামুক্তিও মেলে তার। কিছুটা সুস্থ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গত নির্বাচনে নেমেছিলেন তিনি।

২০১৭ সালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে জীবন সংকটাপন্ন হয়ে পড়েছিল বাদল রায়ের। সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে দেশে ফেরেন।

বাফুফের সাবেক সহসভাপতি ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সাবেক পরিচালক বাদল রায়। তিনি মোহামেডানের জার্সিতে ১২ বছর খেলেছেন।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়