Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৯, ২৪ নভেম্বর ২০২০
আপডেট: ১৮:১০, ২৪ নভেম্বর ২০২০

বঙ্গবন্ধু টি-২০ কাপ: ঢাকাকে হারিয়েই জয়যাত্রা শুরু করলো রাজশাহীর

আসরের প্রথম খেলায় ব্যাটে বলে দারুণ খেলেছেন মেহেদি হাসান। ছবি: বিসিবি

আসরের প্রথম খেলায় ব্যাটে বলে দারুণ খেলেছেন মেহেদি হাসান। ছবি: বিসিবি

বঙ্গবন্ধু টি-২০ কাপের উদ্বোধনী ম্যাচেই দুর্বল প্রতিপক্ষ বেক্সিমকো ঢাকাকে হারিয়েছে মিনিস্টার রাজশাহী।  এই আসরের শক্তিশালী দল মুশফিকের বেক্সিমকো ঢাকাকে হারিয়েছে ২ রানে। দারুণ জয়ে অসাধারণ শুরু করেছে রাজশাহী।

আসরের প্রথম খেলায় ব্যাট হাতে যেমন  জ্বলে ওঠেছিলেন তেমনি বল হাতেও জাদু দেখিয়েছে ক্ষুদে স্পিন অলরাউণ্ডার মেহেদি হাসান। শেষ ওভারে ঢাকার জয়ের জন্য দরকার ছিল মাত্র ৯ রান। মেহেদি হাসান দেন মাত্র ৬ রান। শেষ বলে মুশফিকের দলের দরকার ছিল ৪ রান। মেহেদির বল থেকে মুকতার আলী সংগ্রহ করেন মাত্র ১ রান। এর আগে ব্যাট হাতে দলের বিপদে মেহেদি করেন ৩২ বলে ৫০ রান। বল হাতে ৪ ওভারে মাত্র ২২ রান খরচায় তিনি নিয়েছেন ১ উইকেট। হয়েছেন ম্যাচ সেরা।

শেষ তিন ওভারে জয়ের জন্য ৩৬ রান দরকার ছিল ঢাকার। ১৮তম ওভারে পেসার ইবাদত হোসেন দেন মাত্র ৬ রান। তুলে নেন মুশফিককে। কিন্তু ১৯তম ওভারে ফরহান রেজা তিন ছক্কা খান মুক্তার আলীর কাছে। ওই ওভারে ফরহাদ রেজা দেন ২১ রান। অথচ মুক্তারই শেষ ওভারে নিতে পারেননি ৯ রান। একটি নো বল দেওয়ার পরও তুলতে পারেননি ব্যাট।

এর আগে টস হেরে শুরুতে ব্যাট করে নাজমুলের দল করে ৯ উইকেটে ১৬৯ রান। দলের হয়ে ওপেনার নাজমুল শান্ত ১৭ এবং অন্য ওপেনার আনিসুল ইমন করেন ৩৫ রান। এরপর দ্রুত উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়লে তা সামাল দেন মাহেদি এবং নুরুল হাসান সোহান। মাহেদির ফিফটির সঙ্গে নুরুল করেন ৩৯ রান। দু'জন জুঁটি গড়েন ৮৯ রানের।

জবাব দিতে নামা মুশফিকের বেক্সিমকো ঢাকা পরিকল্পনা অনুযায়ী শুরু পায়। মিডল অর্ডারেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ঢাকার হাতে। কিন্তু ফিনিশিং দিতে পারেনি তারা। ঢাকার ওপেনার তানজিদ তামিম ১১ বলে ১৮ করে আউট হন। তিনে নেমে নাঈম শেখ করেন ২৬ রান। এরপর মুশফিক এবং আকবর আলী ৭১ রানের জুটি গড়েন। দু'জনে করেন যথাক্রমে ৩৪ বলে ৪১ ও ২৯ বলে ৩৪ রান। ১৮তম ওভারে এবাদতের বলে মুশফিকের ফেরাটাই কাল হয় ঢাকার। ১৭ বলে ২৭ করেও অভিজ্ঞতার অভাবে দলকে তাই জেতাতে তাই পারেননি মুক্তার আলী।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়