Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৫, ২৫ নভেম্বর ২০২০

বঙ্গবন্ধু টি-২০ কাপ

অবিশ্বাস্য জয় পেলো খুলনা

জয় উল্লাসে খুলনার দুই ব্যাটসম্যান

জয় উল্লাসে খুলনার দুই ব্যাটসম্যান

সাকিবের প্রত্যাবর্তনের পর বরিশালের হয়ে প্রথম মাঠে নামেন কাল। আর প্রথম ম্যাচেই খুলনার বিপক্ষে হারের মুখ দেখতে হয় সাকিবের দলকে। মোট কথা বরিশালের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় পেয়েছে খুলনা। 

জয়ের জন্য খুলনার দরকার ছিলো ৬ বলে ২২ রান। দলের কঠিন সমিকরণের সময় ক্রিজে ব্যাট হাতে ছিলেন ব্যাটসম্যান আরিফুল হক। মেহেদী হাসান মিরাজের করা ওভারটিতে চার চার বার বল উড়িয়ে মাঠ পার করলন আরিফুল। ফলে এক বল হাতে রেখেই অবিশ্বাস্য এক জয় পেয়ে যায় খুলনা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫২ রানে থামে বরিশাল। জবাবে আরিফুলের ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় খুলনা।

তামিম ইকবালের ফরচুন বরিশালের দেওয়া ১৫৩ রানের ১৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় খুলনা। ইনিংসের প্রথম ওভারেই এনামুল হক বিজয় (৪) ও ইমরুল কায়েসকে (০) ফিরিয়ে দেন তাসনিক আহমেদ। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের ব্যাটে ভরসা খুঁজছিল দল। তবে দুজনই ফেরেন থিতু হয়ে।

১৭ রান করা মাহমুদউল্লাহকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ১৩ মাস পর ক্রিকেটে ফেরা সাকিবকে ফেরান সুমন খান। ১৩ বলে ২ চারে ১৫ রান করেন সাকিব। এর পর জহুরুল ইসলাম অমি ও আরিফুল জুটি বাঁধেন। জহুরুল ২৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩১ রান করে ফেরেন। এরপর শামিম হোসেন খেলেন ১৮ বলে ২৬ রানের ইনিংস।

জয়ের সমীকরণটা এরপরও সহজ হয়নি খুলনার জন্য। ৪ ওভারে ৪৪ রান থেকে শেষ ওভারে প্রয়োজন পড়ে ২২। আরিফুলের বীরত্বে যা পেরিয়েছে খুলনা। বোলার মেহেদী হাসান মিরাজকে তিনি ডুবিয়েছেন হতাশায়। ৩৪ বলে ২ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৪৮ রান করেন আরিফুল।

বরিশালের পক্ষে তাসকিন ও সুমন খান সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন।

এর আগে পারভেজ হোসেন ইমনের ফিফটিতে দেড়শ’ ছাড়ানো পুঁজি গড়ে বরিশাল। বাঁহাতি ব্যাটসম্যান ইমন ৪২ বলে ৩ চার ও ৪ ছক্কায় খেলেন ৫১ রানের ইনিংস। এছাড়া তৌহিদ হৃদয় ২৭, মহিদুল ইসলাম অঙ্কন ২১, তামিম ইকবাল ১৫ রান করেন। শেষ দিকে তাসকিন আহমেদ ৫ বলে করেন অপরাজিত ১২ রান।

খুলনার পক্ষে শহিদুল ইসলাম সর্বাধিক ৪ উইকেট নেন। ২টি করে উইকেট নিয়েছেন শফিউল ইসলাম ও হাসান মাহমুদ। ম্যাচসেরা হয়েছেন আরিফুল হক।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়