Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ২২:৫৯, ২৫ নভেম্বর ২০২০
আপডেট: ০০:০৪, ২৬ নভেম্বর ২০২০

না ফেরার দেশে ফুটবল ঈশ্বর ম্যারাডোনা

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। ফাইল ছবি

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। ফাইল ছবি

কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা আর নেই। আর্জেন্টাইন এই ‘ফুটবল ঈশ্বর’ আজ বুধবার (২৫ নভেম্বর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চলে যান না ফেরার দেশে। তিগ্রে-তে নিজ বাসায় মারা যান ম্যারাডোনা

আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে। এছাড়া আর্জেন্টাইন সংবাদ মাধ্যমসহ বিশ্ব গণমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। 

ফুটবলের এই মহাতারকা একদিকে ছিলেন তুমুল জনপ্রিয়। আবার অন্যদিকে খেলার ভেতরে ও বাইরে অসংখ্যা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন। হয়েছেন বিশ্ব মিডিয়ার শিরোনাম। এবার মাত্র ৬০ বছর বয়সে সব বিতর্কের ঊর্ধ্বে উঠে না ফেরার দেশে পাড়ি জমালেন বর্ণিল চরিত্রের এই ফুটবল কিংবদন্তি।

চলতি মাসের শুরুতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় ম্যারাডোনার। বুয়েনস এইরেসের হাসপাতালে অস্ত্রোপচারের পর সপ্তাহ দুয়েক আগে ছাড়া পেয়েছিলেন তিনি। কিন্তু অ্যালকোহল আসক্তির কারণে নানা জটিলতা দেখা দেয়। অবশেষে আজ বুধবার তিনি চলে যান না ফেরার দেশে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, আজ স্থানীয় সময় বিকেলে হার্ট অ্যাটাকের শিকার হন। এই অসুস্থতা থেকে আর বেঁচে ফিরতে পারেননি কিংবদন্তি। 

১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে প্রায় একাই শিরোপা জেতানো ছাড়াও ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে স্মরণীয় মৌসুম উপহার দিয়েছেন ম্যারাডোনা। নাপোলিকে দুবার সিরি ‘আ’ ও উয়েফা কাপ জিতিয়েছেন ম্যারাডোনা।

ম্যারাডোনার জন্ম ১৯৬০ সালের ৩০ অক্টোবর। 

আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লাওদিও তাপিয়া শোকবার্তায় বলেন, ‘আমাদের কিংবদন্তির মৃত্যুতে আমরা গভীর শোকাহত, ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা। সবসময় তুমি আমাদের হৃদয়ে থাকবে।’

আইনিউজ/এইচকে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়