Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:১৫, ২৬ নভেম্বর ২০২০

ম্যারাডোনার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ছবি: আইনিউজ

ছবি: আইনিউজ

ষাট বছর বয়সেই পৃথিবী ছেড়ে চলে গেলেন কয়েক প্রজন্ম ধরে ফুটবল বিশ্বকে মাতিয়ে রাখা তারকা ফুটবলার দিয়াগো ম্যারাডোনা। তার মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা বিশ্বের ফুটবল প্রেমিরা। শোক জানাচ্ছেন অনেক রথী মহারথীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই আর্জেন্টাইন খেলোয়াড় বিশ্বের ফুটবল প্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন এবং যুগে যুগে তার ক্রীড়া নৈপুণ্য ভবিষ্যত ফুটবল খেলোয়াড়দের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। খবর বাসসের

প্রধানমন্ত্রী এই ফুটবল মহানায়কের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা বুধবার তিগ্রের নিজ বাড়িতে মারা যান। ফুটবলের এই মহাতারকার বয়স হয়েছিল ৬০ বছর।

উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষ্যে দিয়াগো ম্যারাডোনাকে বাংলাদেশে আনার কথা ছিলো। বাংলাদেশে আসতে রাজিও হয়েছিলেন ম্যারাডোনা। কিন্তু তার মৃত্যুতে অসম্পূর্ণ রয়ে গেলো বাংলাদেশ ভ্রমণের ইচ্ছাটি।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়