Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫২, ২৬ নভেম্বর ২০২০
আপডেট: ১৩:৫৪, ২৬ নভেম্বর ২০২০

ম্যারাডোনার সম্মানে ১০ নম্বর জার্সি তোলে নেওয়ার আহ্বান

ষাট বছর বয়সেই .পৃথিবী ছেড়ে চলে গেলেন ফুটবলের ঈশ্বর খ্যাত য়ার্জেন্টাইন খেলোয়াড় দিয়াগো ম্যারাডোনা। তাঁর এই চলে যাওয়ায় শোকে স্তব্ধ গোটা বিশ্ব। এই কিংবদন্তীর সম্মানে এবার খেলা থেকে ১০ নম্বর জার্সি তোলে দেওয়ার আহ্বান জানিয়েছেন লিগ ওয়ানের দল অলিম্পিক মার্শেইয়ের কোচ আন্দ্রে ভিয়াস-বোয়াস।

এর আগে ম্যারাডোনার প্রতি সম্মানে ২০০০ সালের পর থেকে ১০ নম্বর জার্সি ব্যবহার করেনি তার সাবেক ক্লাব নাপোলি। মাঝারি মানের দল নিয়েও যে ক্লাবকে তিনি দুইবার এনে দিয়েছিলেন সেরি আ শিরোপা।

বুধবার (২৫ নভেম্বর) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোর বিপক্ষে  ২-০ গোলে হারের পর পর্তুগিজ কোচ বোয়াস বললেন, ফিফারও উচিত হবে ১০ নম্বর জার্সি স্থায়ীভাবে তুলে দেওয়া।

বোয়াস বলেন, “ম্যারাডোনার মৃত্যুর খবর মেনে নেওয়া খুব কঠিন। আমি ফিফাকে অনুরোধ করব ১০ নম্বর জার্সি সব প্রতিযোগিতা থেকে তুলে রাখতে। এটাই হতে পারে তার প্রতি সম্মান জানানোর সবচেয়ে ভালো উপায়। তার মৃত্যু বিশ্ব ফুটবলের জন্য এক অপূরণীয় শূন্যতা।”

উল্লেখ্য, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের দলের ১০ জার্সি তুলে রাখার অনুমতি চেয়েছিল ফিফার কাছে; তবে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা সে অনুরোধে সাড়া দেয়নি।

আইনিউজ/এইচএ

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়