Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৪৫, ২৭ নভেম্বর ২০২০

আর্জেন্টিনার সাবেক কোচ সাবেলা আইসিইউতে

আর্জেন্টিনার সাবেক কোচ আলেসান্দ্রো সাবেলা

আর্জেন্টিনার সাবেক কোচ আলেসান্দ্রো সাবেলা

আর্জেন্টিনার সাবেক কোচ আলেসান্দ্রো সাবেলা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় ইনটেনসিভ কেয়ারে (আইসিইউ) নেয়া হয়েছে তাকে।

আর্জেন্টিনার কোচ হিসেবে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন সাবেলা। ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে আলবিসেলেস্তেদের ফাইনালে তুলেছিলেন তিনি। ২০১৪ সালের ওই আসরের পর পদত্যাগ করেন এই কোচ। এর পর থেকে আর কোচিংয়ে পা রাখেননি ৬৬ বছর বয়সী সাবেলা।

বুধবার দুপুরে ম্যারাডোনার মৃত্যুতে শোকে আচ্ছন্ন হয়ে পড়ে আর্জেন্টিনা সহ সারা বিশ্ব। এরপর দিন শোনা যায় আরেকটি খারাপ খবর। টিওয়াই স্পোর্টস জানিয়েছে, বুধবার রাতেই ‘জরুরীভাবে’ সাবেলাকে হাসপাতালে নিতে হয়। পরে বুয়েন্স আয়ার্সের কার্ডিওভাস্কুলার ইনস্টিটিউটে নেয়া হয় তাকে।

জানা গেছে,আগে থেকেই সাবেলার হার্টের সমস্যা আছে। তবে তার সর্বশেষ অবস্থা এখনো জানা যায়নি।

আর্জেন্টিনা ছাড়াও স্বদেশী ক্লাব এস্তুদিয়ান্তেসকে কোচিং করিয়েছেন সাবেলা। তবে যুক্তরাজ্যের শেফিল্ড ইউনাইটেড ও লিডসের খেলোয়াড় হিসেবেই বেশি স্মরণীয় হয়ে থাকবেন তিনি। ১৯৭৮ সালে ম্যারাডোনার সঙ্গে চুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসে তাকে দলে নিয়েছিল শেফিল্ড। ১৮ বছর বয়সী ম্যারাডোনার দাম বাড়তি মনে করায় তাকে নেয়নি ইয়র্কশায়ার।

১৯৮০ সালে লিডসে দলবদলের আগে ব্লেডদের হয়ে ৮০ ম্যাচ খেলেন সাবেলা। ১৯৮১ সালের শেষ দিকে আর্জেন্টিনায় ফিরে আসেন তিনি। সেখানে এস্তুদিয়ান্তেসের খেলোয়াড় ও ক্লাব কিংবদন্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০০৯ সালে কোচ হিসেবে কোপা লিবার্তাদোরেস জেতেন সাবেলা। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়