Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ২৮ নভেম্বর ২০২০

টি-টোয়েন্টিতে ৫০০০ রানের মাইলফলকে সাকিব

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

বঙ্গবন্ধু টি-২০ কাপের আজকের ম্যাচে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

ইতিহাসের দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে টি-২০ ফরম্যাটে ৫০০০ রান ও ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। 

গাজী গ্রুপ চটগ্রামের বিপক্ষে ম্যাচে খুলনার হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন সাকিব। ইনিংস শুরুর আগে তার রান সংখ্যা ছিল ৪৯৯৭। শরিফুল ইসলামের করা ডেলিভারিটি স্কয়ার লেগে ঠেলে দিয়ে সিংগেল নিয়ে ৫০০০ রান পূরন করেন টাইগার অলরাউন্ডার।

তবে ইনিংসটি বেশিদূর এগিয়ে নিতে পারেননি সাকিব। ৫০০০ রান পূর্ণ করার পরের বলেই আউট হন তিনি। নাহিদুল ইসলামের বলে মোসাদ্দেক হোসেনকে ক্যাচ দিয়ে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩১২টি ম্যাচ খেলেছেন সাকিব। স্ট্রাইক রেট ১২২। ১৯ বার পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন তিনি। তার সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮৬ রান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়