Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:২৭, ২৮ নভেম্বর ২০২০

খুলনার বিরুদ্ধে চট্টগ্রামের বড় জয়

সংগৃহীত

সংগৃহীত

বঙ্গবন্ধু টি-২০ কাপের প্রথম আসরের পঞ্চম ম্যাচে শনিবার জেমকন খুলনার বিরুদ্ধে নয় উইকেটের বড় জয় তুলে নিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম।

নিজেদের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ৮৮ রানে অল আউট করেছিল চট্টগ্রাম। খুলনাকে আরো কম রানে গুটিয়ে দিয়েছে তারা। মাহমুদউল্লাহ রিয়াদের দলকে ৮৬ রানে অল আউট করে মোহাম্মদ মিঠুনের দল।

চট্টগ্রামের হয়ে রান তাড়া করতে নামেন লিটন দাস ও সৌম্য সরকার। এ দুজনের ৭৩ রানের পার্টনারশিপেই মিঠুনের দলের জয় নিশ্চিত হয়ে যায়। 

রিয়াদের বলে সৌম্য ২৬ করে আউট হলেও ফিফটি তুলে নেন লিটন। শেষ পর্যন্ত ৫২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। অন্য প্রান্তে ৪ রানে অপরাজিত ছিলেন মুমিনুল হক।

এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুন। চলতি আসরে জেমকন খুলনার এটি তৃতীয় ম্যাচ। অন্যদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামে গাজী গ্রুপ চট্টগ্রাম।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়