Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:৪৫, ২৯ নভেম্বর ২০২০
আপডেট: ২২:৪৯, ২৯ নভেম্বর ২০২০

গোল করে ম্যারাডোনাকে স্মরণ করলেন মেসি

দুই হাত ওপরে তুলে ম্যারাডোনাকে স্মরণ করেন মেসি

দুই হাত ওপরে তুলে ম্যারাডোনাকে স্মরণ করেন মেসি

স্প্যানিশ লা লিগায় ওসাসুনার বিপক্ষে জাল খুঁজে নিতেই ডিয়েগো ম্যারাডোনাকে স্মরণ করলেন লিওনেল মেসি। বার্সেলোনা অধিনায়কের উদযাপনে মিশে থাকল নিজ দেশ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের প্রতি প্রার্থনা।

রোববার ন্যু ক্যাম্পে ওসাসুনাকে ৪-০ গোলে হারায় বার্সেলোনা। ৭৩ মিনিটে দলের পক্ষে চতুর্থ গোলটি করেন মেসি। গোলের পর জার্সি খোলে প্রার্থনার ভঙ্গিতে উদযাপন করেন মেসি।

ম্যারাডোনা গত বুধবার ৬০ বছর বয়সে হার্ট অ্যাটাকে না ফেরার দেশে পাড়ি জমান।

এদিন বার্সেলোনার জার্সির নিচে ম্যারাডোনার জার্সি পড়ে মাঠে নেমেছিলেন মেসি। কিংবদন্তির সাবেক ক্লাব ওল্ড বয়েজের ১০ নম্বর জার্সি ছিল উত্তরসূরির গায়ে।

উদযাপনের সময় ক্যাম্প ন্যুতে ম্যারাডোনার ছবির দিকে তাকিয়ে ছিলেন মেসি এবং দুই হাত প্রার্থনার ভঙ্গিতে ওপরে তুলে রেখেছিলেন। উল্লেখ্য, কাতালান ক্লাবটিতে খেলেছেন ম্যারডোনাও।

ক্লাব ক্যারিয়ারে ১৯৮২-৮৪ পর্যন্ত বার্সেলোনায় খেলেন ম্যারাডোনা। এদিন কিক অফের আগে তাই বার্সাও শ্রদ্ধা জানায় ম্যারাডোনাকে। প্রেসিডেন্ট বক্সের ওপরে ম্যারাডোনার সাক্ষর করা একটি জার্সির সংবলিত ফ্রেম রাখা ছিল। খেলোয়াড়রা যার সামনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

মেসি ছাড়াও এদিন বার্সেলোনার পক্ষে একটি করে গোল করেছেন আঁতোয়ান গ্রিজমান, মার্টিন ব্রাথওয়েট ও ফিলিপে কুতিনহো।

লা লিগায় এই ম্যাচের আগে শেষ ৬ ম্যাচে মাত্র একটিতে জিতেছিল রোনাল্ড কোম্যানের বার্সেলোনা। ৯ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে বার্সা। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ওসাসুনার অবস্থান ১৫তম।

সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল সোসিয়েদাস। এক ম্যাচ কম খেলে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ। ১৭ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে চতুর্থ স্থানে।

মেসির গোল করার ভিডিওটি দেখতে ক্লিক করুন

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়