Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৪৯, ৩০ নভেম্বর ২০২০
আপডেট: ১১:৫৩, ৩০ নভেম্বর ২০২০

ম্যারাডোনার মৃত্যু: তদন্তের অনুরোধ আর্জেন্টিনার বিচার বিভাগের

ফুটবলের কিংবদন্তী আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ম্যারাডোনার মৃত্যুতে এখনো বুক ভারী ভক্ত অনুরাগীরা। এখনো চোখের জলে ভাসছেন অনেক দিয়াগো ভক্ত। এরমাঝেই গুঞ্জন ওঠেছে ফুটবলের এই মহারথীর মৃত্যু তদন্তের। খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক এবং তাঁর সহায় সম্পত্তির। আর্জেন্টিনার বিচার বিভাগের কর্মকর্তারা এই তদন্ত শুরু করেছেন। 

গত বুধবার (২৫ নভেম্বর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ফুটবলের দেবতারূপে পূজিত ম্যারাডোনা। রোববার (২৯ নভেম্বর) প্রসিকিউটর অফিসের বিবৃতিতে বলা হয়েছে, বুয়েনস আইয়ারসের সান ইসিদ্রোর প্রসিকিউটররা এই অনুসন্ধানের অনুরোধ করেন এবং তাতে স্থানীয় বিচারকের স্বাক্ষর রয়েছে।

প্রসিকিউটর অফিসের বিবৃতিতে আরও বলা হয়েছে, তদন্তের জন্য শনিবার ম্যারাডোনার নিকট আত্মীয়স্বজনসহ অন্যদের বক্তব্য গ্রহণ করা হয়। এর ভিত্তিতেই চিকিৎসক লিওপোলদো লুকের বাসা ও ক্লিনিকে অনুসন্ধান চালানো জরুরি বলে মনে হয়েছিল।

অজানা তদন্তের কারণ

আর্জেন্টিনার বিচার বিভাগ ম্যারাডোনার মৃত্যুর তদন্ত অনুরোধ করেছে ঠিক, তবে কী কারণে তদন্তের অনুরোধ জানানো হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি প্রসিকিউটর অফিস।

অবশ্য ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরিয়া বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বলেছিলেন, আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুর পূর্ণ তদন্তের জন্য বলবেন তিনি। তার দাবি, জরুরি সেবা দিতে বিলম্ব করা হয়েছিল। কেননা ম্যারাডোনা যেদিন মারা যান ওইদিন অ্যাম্বুলেন্স আসতে দেরি করেছিলো।

'অ্যাম্বুলেন্স আসতে আধা ঘণ্টারও বেশি সময় লেগেছে, যা একটি অপরাধমূলক বোকামি'-বলেছেন ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়