Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৫, ৩০ নভেম্বর ২০২০

বঙ্গবন্ধু টি-২০ কাপ: টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল

সংগৃহীত

সংগৃহীত

বঙ্গবন্ধু টি-২০ কাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামছে ফরচুন বরিশাল। এ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম। 

বঙ্গবন্ধু টি-২০ কাপে নিজেদের প্রথম ম্যাচে জেমকন খুলনার বিপক্ষে ৪ উইকেটের ব্যবধানে হেরেছিল বরিশাল। অবশ্য পরের ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে তারা। এ ম্যাচে জয়ের ধারা বজায় রাখতে চাইবে বরিশাল।

অন্যদিকে নিজেদের প্রথম দুই ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে চট্টগ্রাম। প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকাকে হারিয়ে উড়ন্ত সূচনা করে তারা। দ্বিতীয় ম্যাচে দলটি হারিয়েছে শক্তিশালী জেমকন খুলনাকে।

সম্ভাব্য একাদশ:

ফরচুন বরিশাল:

তামিম ইকবাল (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, সুমন খান এবং কামরুল ইসলাম রাব্বি।

গাজী গ্রুপ চট্টগ্রাম:

লিটন দাস, সৌম্য সরকার, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, শামসুর রহমান শুভ, জিয়াউর রহমান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম এবং নাহিদুল ইসলাম।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ