Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৫৯, ৩০ নভেম্বর ২০২০

মুমিনুলের আঙুলে অস্ত্রোপচার লাগবে

মুমিনুল হক

মুমিনুল হক

আঙুলের চোটে কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে গেছেন মুমিনুল হক। সোমবার জানা গেল, অস্ত্রোপচার লাগবে বাংলাদেশ টেস্ট অধিনায়কের আঙুলে।

গত শনিবার বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ম্যাচে জেমকন খুলনার বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে বৃদ্ধাঙ্গুলে চোট পান গাজী গ্রুপ চট্টগ্রামের ব্যাটসম্যান মুমিনুল। পরে অবশ্য ব্যাটিং করেছিলেন।

তবে ব্যথা বেড়ে যাওয়ায় স্ক্যান করান। রিপোর্টে তার আঙুলে চিড় ধরা পড়ে। ফলে, বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ থেকে ছিটকে পড়েন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ইনজুরি থেকে সুস্থ হতে হলে তাকে অস্ত্রোপচার করাতে হবে। এই মুহূর্তে বিদেশে কাউকে অস্ত্রোপচারের জন্য পাঠানো সহজ নয়। ভিসা এবং কোয়ারেন্টাইনের বিষয় রয়েছে। আমরা এই মুহূর্তে এটি নিয়ে আলোচনা করছি।’

এদিকে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে। যে সিরিজেও মুমিনুলের খেলার সম্ভাবনা এখন কমে গেল অনেকটাই। তবে এ নিয়ে ডা. দেবাশীষ এখনই কিছু বলতে চান না, ‘এই মুহূর্তে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ থেকে ছিটকে গেছে মুমিনুল। তবে টেস্ট সিরিজ খেলার সম্ভাবনা নিয়ে মন্তব্য করার এখনই সঠিক সময় নয়।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়