Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৪২, ১ ডিসেম্বর ২০২০

কোচ জেমি ডে’র করোনা জয়

জেমি ডে

জেমি ডে

করোনামুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। টানা চারবার নমুনা পরীক্ষায় ফল পজিটিভ এসেছিল। অবশেষে পঞ্চমবারের পরীক্ষায় নেগেটিভ আসে। 

সোমবার সকালে করোনা টেস্টের জন্য স্যাম্পল দেন জেমি।  এদিন  গভীর রাতে তার করোনা নেগেটিভের সুখবরটি এসেছে। 

কোচ জেমি ডে বলেন, আমি অনেক খুশি। করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ায় মনে হচ্ছে জেল থেকে মুক্তি পেলাম। আগামী বুধবার সকালে কাতারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

বাফুফে জানায়, ২ ডিসেম্বর দোহার উদ্দেশ্যে বিমানে উঠবেন জাতীয় ফুটবল দলের কোচ জেমি। একই সঙ্গে জেমি ডে’র কোয়ারেন্টাইন সময়টা কমিয়ে আনার চেষ্টা করছে বাফুফে। এতে ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে ম্যাচের সময় তিনি বাংলাদেশ দলের ডাগআউটে থাকতে পারবেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়