Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:৪৮, ৩ ডিসেম্বর ২০২০

লটারির মাধ্যমে নির্ধারণ হবে মাশরাফীর দল

মাশরাফী

মাশরাফী

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ চলাকালেই ফিট হয়ে উঠলেন মাশরাফি বিন মোর্ত্তজা। ফলে তাকে দলে ভেড়াতে দুইটি দল ইচ্ছা প্রকাশ করেছে। এমতাবস্থায় লটারির মাধ্যমে মাশরাফীর দল নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

জানা গেছে, মাশরাফী বিন মোর্ত্তজাকে দলে চেয়ে বিসিবির কাছে আবেদন করেছে জেমকন খুলনা এবং ফরচুন বরিশাল। টাইগার পেসারকে দলে পেতে আগ্রহের কথা জানিয়ে জেমকন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল বলেন, মাশরাফী এমন একটা নাম, তিনি এমন একটা খেলোয়াড় যাকে সবাই নিতে চাইবে। আমরাও তার ব্যাপারে আগ্রহ দেখিয়েছি।

তিনি আরো বলেন, এখানে ব্যাপার হলো উনার এভেইভিলিটি। বোর্ড থেকেও আলাদা ফিডব্যাক নিতে হবে যে উনি কি অবস্থায় আছেন, তার ফিটনেস কি অবস্থায় আছে। বোর্ডের একটা পলিসি ছিল যে ড্রাফট লিস্টে শুরুতে মাশরাফীর নাম ছিল না। কিন্তু পরে যখন তিনি ইনক্লুড হবেন তখন অনেক দল তাকে নিতে আগ্রহ দেখাতে পারে। সে সময় বোর্ডই সিদ্ধান্ত নেবে।  

নাফিস ইকবাল যোগ করেন, এখন আসলে দেখার বিষয় অন্য কোনো দল মাশরাফীকে নিতে আগ্রহ দেখিয়েছে কিনা। তারপর আসলে সিদ্ধান্ত নেয়া হবে কে কিভাবে পাবে। আমরা এখন আমাদের আগ্রহ দেখিয়েছি। বাকিটা বোর্ডের ওপর।

উল্লেখ্য, বঙ্গবন্ধু টি-২০ কাপের ড্রাফটের পরই বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, ফিট হলে মাশরাফীকে যেকোনো দল নিতে পারবে। সেই সময় বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, যদি একের অধিক দল মাশরাফীকে নিতে চায় সেক্ষেত্রে লটারির মাধ্যমে তার ভাগ্য নির্ধারণ হবে। এবার সেই পথেই হাঁটতে চলেছে বিসিবি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়