Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৭, ৫ ডিসেম্বর ২০২০

আঙুলের চিকিৎসা করাতে দুবাই যাচ্ছেন মুমিনুল

মুমিনুল হক

মুমিনুল হক

বঙ্গবন্ধু টি-২০ কাপে খেলার সময় আঙুলে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন মুমিনুল হক। জানা গেছে চিকিৎসা করাতে দুবাই যাচ্ছেন তিনি। 

করোনাভাইরাস ও কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা থাকায় ভারত, ইংল্যান্ড,অস্ট্রেলিয়া বা সিঙ্গাপুরে যেতে পারছেন না মুমিনুল। তবে ঢাকার বিকল্প হিসেবে চিকিৎসা করাতে আরব আমিরাতে যেতে পারছেন টেস্ট অধিনায়ক। 

দুবাইয়ে গেলে কোয়ারেন্টাইন ছাড়াই চিকিৎসা সেবা নিতে পারবেন মুমিনুল। এ কারণেই তার সেখানে যাওয়া। ভিসা পেলে আজই দুবাইয়ের বিমান ধরতে পারেন বাঁহাতি এ ব্যাটসম্যান।

এ ব্যাপারে মুমিনুল বলেন, প্রথমে চিন্তা ছিল ঢাকাতেই অস্ত্রোপচার করাব। কিন্তু পরে খোঁজ নিয়ে দেখলাম, বাংলাদেশের অনেকেই এখন দুবাইয়ে চিকিৎসা নিচ্ছে। দুবাইয়ের যে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছি সেখানে বেশিরভাগ চিকিৎসকই আমেরিকা ও কানাডার নাগরিক। এমনও হতে পারে, আমার অস্ত্রোপচার করাতে হবে না। মেশিন দিয়ে হাড় বসানো গেলে ভালো হবে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়