Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৪৯, ৫ ডিসেম্বর ২০২০
আপডেট: ২২:০১, ৫ ডিসেম্বর ২০২০

মাশরাফীকে নিতে চায় রাজশাহীও

মাশরাফী

মাশরাফী

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি অনুশীলন শুরু করার পর বঙ্গবন্ধু টি-২০ কাপের বেশ কয়েকটি দল তাকে পেতে আগ্রহ প্রকাশ করেছে। সেই তালিকার সর্বশেষ সংযোজন মিনিস্টার গ্রুপ রাজশাহী। 

জানা গেছে, এরই মধ্যে মাশরাফীকে দলে পেতে বোর্ডের কাছে আবেদন করেছে রাজশাহী। এর আগে জেমকন খুলনা এবং ফরচুন বরিশাল এই পেসারকে দলে নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। ফলে লটারির মাধ্যমে নিশ্চিত করা হবে দেশের ইতিহাসের সেরা এই অধিনায়ক কোন দলে যাচ্ছেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু টি-২০ কাপের ড্রাফটের পরই বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, ফিট হলে মাশরাফীকে যেকোনো দল নিতে পারবে। সেই সময় বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, যদি একের অধিক দল মাশরাফীকে নিতে চায় সেক্ষেত্রে লটারির মাধ্যমে তার ভাগ্য নির্ধারণ হবে। এবার সেই পথেই হাঁটতে চলেছে বিসিবি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়