Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৪, ৬ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৮:৫২, ৬ ডিসেম্বর ২০২০

অশালীন শব্দ ব্যবহার করে শাস্তির মুখে মিচেল

ড্যারিল মিচেল

ড্যারিল মিচেল

হ্যামিল্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া প্রথম টেস্টের সময় অশালীন শব্দ ব্যবহারের জন্য শাস্তির মুখে পড়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেল। এ কারণে তার ম্যাচ ফির ১৫% জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধির ২.৩ নং অনুচ্ছেদ ভঙ্গ করেছেন মিচেল। শনিবার ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৬২তম ওভারে এই ঘটনাটি ঘটে। তখন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার রান নেয়ার সময় দৌড়াচ্ছিলেন। মিচেল তার কাছে গিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। 

বিষয়টি ম্যাচ রেফারি জেফ ক্রোর নজর এড়ায়নি। তিনি মিচেলকে এই অপরাধের জন্য দোষী সাব্যস্ত করেন। কিউই অলরাউন্ডার অপরাধ স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

মিচেল আইসিসির আচরণবিধির স্তর ১ লঙ্ঘন করেছেন। ফলে তাকে তিরস্কারও করা হয়। এই অপরাধে একজন খেলোয়াড়ের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করার পাশাপাশি নামের পাশে এক বা দুটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হতে পারে।

আইসিসির নিয়ম অনুযায়ী দুই বছরের মাঝে কোনো খেলোয়াড়ের ডিমেরিট পয়েন্ট চার বা ততোধিক হলে তিনি এক টেস্ট বা দুটি ওয়ানডে অথবা দুটি টি-২০ ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়