Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:০৪, ৬ ডিসেম্বর ২০২০
আপডেট: ২০:০৭, ৬ ডিসেম্বর ২০২০

অবশেষে মাশরাফীকে পেলো জেমকন খুলনা

মাশরাফী

মাশরাফী

অবশেষে নির্ধারিত হলো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাশরাফি বিন মোর্ত্তজার দল। চলতি টুর্নামেন্টে জেমকন খুলনার হয়ে খেলবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

রোববার সন্ধ্যায় বিসিবির কনফারেন্স রুমে হওয়া লটারিতে ভাগ্যের শিকে ছিঁড়েছে খুলনার। তিন দলকে পেছনে ফেলে লটারিতে মাশরাফিকে পেয়েছে জেমকন খুলনা। ফলে পঞ্চপাণ্ডবের তিনজনই পড়ে গেলেন এক দলে। সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে মাশরাফিও এখন খুলনার। তবে দলের বায়ো-বাবলে যোগ দেয়ার করোনা পরীক্ষায় নেগেটিভ হতে হবে মাশরাফিকে।

লটারি প্রক্রিয়ায় চার দলের প্রতিনিধি ছাড়া বিসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। একটি পটে রাখা হয় চার দলের নাম লেখা চারটি কুপন। সেখান থেকে একটি তুলেন জালাল ইউনুস, যেখানে লেখা ছিল জেমকন খুলনার নাম।

স্বাভাবিকভাবেই ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে বিবেচিত হবেন মাশরাফি। তবে এ ক্যাটাগরির পুরো ১৫ লাখ টাকা পারিশ্রমিক পাবেন না মাশরাফি। যে কয় ম্যাচ তিনি খেলবেন, সেই আনুপাতিক হারে তার পারিশ্রমিক দেবে খুলনা।

চোটের কারণে শুরুতে বঙ্গবন্ধু টি-২০ কাপের ড্রাফটে ছিলেন না মাশরাফী। ইনজুরি থেকে সেরে উঠে কয়েকদিন আগে অনুশীলন শুরু করেন তিনি। এরপর আজ দেন বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষা। আজকের এ পরীক্ষায় ১০.৭ স্কোর করেন তিনি। 

রোববারই মাশরাফীর কোভিড পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। নেগেটিভ আসলে সোমবারই জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন তিনি। সেক্ষেত্রে খুলনার পরবর্তী ম্যাচ থেকেই জাতীয় দলের সাবেক এ অধিনায়ককে পাওয়া যাবে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়