Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:২৪, ৭ ডিসেম্বর ২০২০

নিলামে উঠছে ব্র্যাডম্যানের টুপি

ফাইল ছবি

ফাইল ছবি

ক্রিকেটের মহাতারকা অস্ট্রেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যানের টুপি চলতি সপ্তাহে নিলামে উঠছে। বিষয়টি নিশ্চিত করেছে  পিকলস অকশানস।

টুপিটি নিলামে তুলছেন এক প্রতারকের দেনাদাররা। পিটার ডানহাম নামের ওই জালিয়াতকে পঞ্চাশের দশকে এই টুপি উপহার দিয়েছিলেন ডন। ডানহাম পেশায় হিসাবরক্ষক হলেও জড়িয়ে পড়েন আর্থিক প্রতারণায়। বিনিয়োগকারীদের সঙ্গে ১৩ লাখ ডলার প্রতারণার মামলায় গত মে মাসে তাকে ৮ বছর ২ মাস কারাবাসের শাস্তি দেন আদালত। তার প্রতারণার শিকার হওয়া অনেকেই ব্র্যাডম্যানের টুপি নিলামে তুলে ঋণ পরিশোধের দাবি জানিয়েছেন।

দক্ষিণ অস্ট্রেলিয়ার স্টেট লাইব্রেরিতে ১৭ বছর ধরে শোভা পাচ্ছে ব্র্যাডম্যানের অভিষেক টেস্টের টুপি। ডানহাম নিজেই তা ওখানে ধার হিসেবে দিয়েছিলেন।

১৯২৮ সালের নভেম্বরে অস্ট্রেলিয়া দল ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ব্রিসবেনে ব্র্যাডম্যানের হাতে এই টুপি তুলে দেওয়া হয়েছিল, জানিয়েছে সেভেন নিউজ।

পিকলস ডট কম এইউ অনলাইনে এই নিলাম অনুষ্ঠিত হবে।

‘দ্য ডন’ খ্যাত এই ক্রিকেটারকে সর্বকালের সেরা বলা হয়। টেস্টে ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সই তাকে এই উচ্চতায় নিয়ে গেছে। সাদা পোশাকে গড় ছিল ৯৯.৯৪!

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়