Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:২৩, ৭ ডিসেম্বর ২০২০

টেস্ট র‍্যাংকিংয়ে চতুর্থ স্থানে সাকিব

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

আইসিসি কর্তৃক নিষিদ্ধ হওয়ার সময় টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ের তিনে ছিলেন সাকিব আল হাসান। তার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আজই প্রথম টেস্ট র‍্যাংকিং হালনাগাদ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেখানে চতুর্থ স্থানে আছেন টাইগার অলরাউন্ডার।

নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট শেষে সোমবার সবশেষ র‍্যাংকিং প্রকাশ করে আইসিসি। সেখানে সাকিবের রেটিং পয়েন্ট ছিল ৩৬৬।

হ্যামিল্টন টেস্টে খুব একটা ভালো করতে পারেননি উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। ফলে শীর্ষস্থান হারিয়েছেন তিনি। শীর্ষে উঠে এসেছেন বেন স্টোকস। এর আগে ইংলিশ অলরাউন্ডারের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে শীর্ষে ছিলেন হোল্ডার। বর্তমানে ১২ পয়েন্ট এগিয়ে আছেন স্টোকস। তার পয়েন্ট ৪৪৬, হোল্ডারের ৪৩৪। এছাড়া ৩৯৭ পয়েন্ট নিয়ে তিনে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়