Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪, ৮ ডিসেম্বর ২০২০

আড়াই বছর পর মুখোমুখি মেসি-রোনালদো

ফাইল ছবি

ফাইল ছবি

আড়াই বছরেরও বেশি সময় ধরে মেসি-রোনালদোর দ্বৈরথ দেখা যায় না। দীর্ঘ সময় পর আবারও মুখোমুখি হচ্ছেন বিশ্বের সেরা এই দুই তারকা।

মঙ্গলবার রাতে আরও একবার লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো একে অপরের মুখোমুখি সেই ন্যু ক্যাম্পেই।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার সামনে জুভেন্টাস। দুই দলের সাক্ষাতের চেয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে মেসি-রোনালদো দ্বৈরথ।

২০১৮ সালের ৬ মে ন্যু ক্যাম্পে সর্বশেষ একে অপরের মুখোমুখি হয়েছিলেন মেসি এবং রোনালদো। লা লিগার ম্যাচ ছিল সেটি। সবচেয়ে মজার বিষয় হলো দু’জনের মুখোমুখি সেই ম্যাচে কেউ জেতেনি। ২-২ গোলে ড্র হয়েছিল। মেসি এবং রোনালদো, দু’জনই গোল করেছিলেন একটি করে।

চ্যাম্পিয়ন্স লিগে এ যুগের দুই সেরা ফুটবল তারকার দ্বৈরথ ফিরছে আজ বাংলাদেশ সময় রাত দুটায়; কিন্তু ম্যাচের কিক অফের বাঁশি বাজার আগেই শুরু হয়ে গেল তাদের নিয়ে লড়াই।

মঙ্গলবার ন্যু ক্যাম্পে নামার আগে অবশ্য ভাল ছন্দে রয়েছেন রোনালদো। ডায়নামো কিয়েভের বিরুদ্ধে ৭৫০ গোলের (ক্লাব ও দেশ মিলিয়ে) মাইলফলক ছুঁয়েছেন তিনি। তুরিনের বিরুদ্ধে গোল না পেলেও রোনালদোর দল ২-১ গোলে ম্যাচ জিতেছে।

অন্যদিকে, বার্সার তারকা উসমান ডেম্বেলে লা লিগায় ক্যাডিজের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় নেই জুভেন্টাসের বিরুদ্ধে। ক্যাডিজের কাছে ২-১ গোলে হেরেছে বার্সা। লা লিগায় এবার একদমই ভাল শুরু করেনি মেসিদের। তার নিজের মেসির ফর্মও চিন্তার কারণ হয়ে উঠছে।

এই প্রেক্ষিতে রোনালদোর বিরুদ্ধে নামছেন মেসি। একে অপরকে সামনে পেলে তারা যে জ্বলে ওঠেন, তা তো সবারই জানা। তাই আপাতত গুরুত্বহীন চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ নিয়ে শুরু হয়েছে আলোচনা। সৌজন্যে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পুনরায় সাক্ষাৎ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়