স্পোর্টস ডেস্ক
আপডেট: ২০:৪৭, ৮ ডিসেম্বর ২০২০
আর্জেটিনার নোটে ছাপা হবে ম্যারাডোনার ছবি
সংগৃহীত
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা দুই সপ্তাহ আগে না ফেরার দেশে চলে গেছেন। নিজেদের ফুটবল ইতিহাসের সেরা তারকাকে চিরস্থায়ী জায়গা করে দেয়ার চিন্তা করছে তার দেশ আর্জেন্টিনা। এরই মধ্যে দেয়া হয়েছে ম্যারাডোনার ছবি সংবলিত ব্যাংক নোট বাজারে ছাড়ার প্রস্তাব।
১৯৮৬ সালে আর্জেন্টিনাকে সর্বশেষ বিশ্বকাপ জিতিয়েছেন ম্যারাডোনা। সেই বিশ্বকাপে তার ‘হ্যান্ড অব গড’ গোল ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত একটি ঘটনা। একই ম্যাচে করা তার দ্বিতীয় গোলটি ছিল শতাব্দীর সেরা।
জানা গেছে, এই গোলকে ঘিরেই নোটে ছবি ছাপা হবে। নোটের একদিকে থাকবে ম্যারাডোনার ছবি, অন্যদিকে থাকবে বিশ্বকাপ ইতিহাসের সেরা গোলের অবিস্মরণীয় মুহূর্তটি। আর্জেন্টিনার মুদ্রামান অনুসারে এক হাজার বা এর বেশি মূল্যমানের নোটগুলোতে এই কিংবদন্তির ছবি ছাপা হবে।
ব্যাংক আর্জেন্টিনাকে বলা হয়েছে, ২০২১ সালে এক হাজার আর্জেন্টাইন ডলার বা তার বেশি মূল্যমানের অন্তত অর্ধেক নোটে দিয়েগো আরমান্দো ম্যারাডোনার ছবি দিতে হবে। নোটের অন্যদিকে ১৯৮৬ সালের ২২ জুন মেক্সিকোতে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে করা দ্বিতীয় গোলের মুহূর্ত দিতে বলা হয়েছে।
এ ছাড়া আগামী বছর ম্যারাডোনার পুরো ক্যারিয়ারের মুহূর্তগুলো নিয়ে একেরপর এক স্ট্যাম্প ছাপানোর প্রস্তাব দেয়া হয়েছে। খেলোয়াড় ও কোচ হিসেবে ম্যারাডোনা যেসব ক্লাবে ছিলেন, সেসবের স্মৃতি ধরে রাখতেই এই প্রস্তাব। এরই মধ্যে ম্যারাডোনার স্মৃতি রক্ষায় ও সম্মান প্রদর্শনে তার নামে নিজেদের স্টেডিয়ামের নাম রেখেছে নাপোলি।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























