Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:২৪, ৯ ডিসেম্বর ২০২০

আর্জেন্টিনার সাবেক কোচ সাবেলা আর নেই

আলেসান্দ্রো সাবেলা

আলেসান্দ্রো সাবেলা

আর্জেন্টিনার সাবেক কোচ আলেসান্দ্রো সাবেলা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়েছে।

৬৬ বছর বয়সী সাবেলার মৃত্যুর খবর প্রকাশ করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

দেশটির রাজধানী বুয়েনস আইরেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেলা। হার্ট, কিডনি ও শ্বাস-প্রশ্বাসের নানা সমস্যায় ভুগছিলেন তিনি। দুই সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন।

আলেসান্দ্রো সাবেলা ২০১১ সালে দায়িত্ব নিয়ে তিন বছর আর্জেন্টিনা কোচের পদে ছিলেন। তার অধীনেই ২০১৪ বিশ্বকাপের ফাইনাল খেলে লিওনেল মেসির দল। ফাইনালে অবশ্য জার্মানির কাছে ১-০ গোলে হেরেছিল সাবেলার আর্জেন্টিনা। ওই ম্যাচের পর কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি।

ফুটবল ক্যারিয়ারে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৯৮৩-৮৪ সময়ে ৮টি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। তার কোচিংয়ে আর্জেন্টিনা ৪০টি ম্যাচ খেলে জিতেছে ২৫টি। ১০টি ড্র আর ৫টি হার।

২০০৯ সালে প্রথমবারের মতো প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়ে আর্জেন্টিনার ক্লাব এস্তাদিয়ান্তেসকে জিতিয়েছিলেন কোপা লিবার্তোদোরেস শিরোপা। পরের বছরই এস্তাদিয়ান্তেস জিতেছিল আর্জেন্টাইন লিগ শিরোপা।

দুই বছর পর পদত্যাগ করে আর্জেন্টিনার জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নেন সাবেলা। তার পরামর্শে ওই সময়ে লিওনেল মেসিকে দলের অধিনায়ক করা হয়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়