Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩, ১০ ডিসেম্বর ২০২০

বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে হবে পিংক বল টেস্ট

মোতেরা স্টেডিয়াম

মোতেরা স্টেডিয়াম

আগামী বছর ভারতে সফর করবে ইংল্যান্ড। জানা গেছে, সফরে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে একটি টেস্ট ম্যাচ আয়োজন করবে ভারত।

ভারত-ইংল্যান্ডের সেই ম্যাচে বিশেষত্ব আনতে গোলাপি বলে আয়োজন করা হবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম তৈরি করেছে ভারত, যার নাম মোতেরা স্টেডিয়াম। গুজরাটে অবস্থিত এই স্টেডিয়ামেই ২৪ ফেব্রুয়ারি দিন রাতের টেস্ট অনুষ্ঠিত হবে।

বিসিসিআইয়ের সচিব জয় শাহ জানিয়েছেন, চেন্নাইতে প্রথম টেস্ট শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে। দ্বিতীয় টেস্টও চেন্নাইতে, ১৩ ফেব্রুয়ারি থেকে। সিরিজের তৃতীয় ম্যাচ হবে পিংক বল টেস্ট। দিন রাতের সেই ম্যাচ মোতেরাতে ২৪ ফেব্রুয়ারি শুরু হবে। শেষ টেস্টও হবে একই ভেন্যুতে। ৪ মার্চ শুরু হবে সেই ম্যাচ। 

এরপর ২ দলের মধ্যে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলা হবে। এই সিরিজ শুরু হবে ১২ মার্চ থেকে। ৫টি ম্যাচই হবে আহমেদাবাদে। একদিন পরপর হওয়া ম্যাচগুলির শেষ ম্যাচ মাঠে গড়াবে ২০ মার্চ। এরপর একদিনের সিরিজ খেলতে দুই দল চলে যাবে পুনেতে। সেখানে প্রথম ওয়ানডে ম্যাচ হবে ২৩ মার্চ। একই মাঠে সিরিজের বাকি দুটো ম্যাচ হবে ২৬ এবং ২৮ মার্চ।    

এর আগে ২০২০ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে ইংল্যান্ডের ভারত সফরের কথা ছিল। করোনা মহামারির কারণে ২ দেশের সম্মতিতে তা পিছিয়ে দেয়া হয়। সেই সিরিজই এবার হবে ২০২১ সালের ফেব্রুয়ারিতে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়