Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৯, ১১ ডিসেম্বর ২০২০

৪৭ বছরে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে শ্বেতাঙ্গ ক্রিকেটার

সংগৃহীত

সংগৃহীত

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে জশুয়া ডি সিলভার অভিষেক হয়েছে। এর মাধ্যমে বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি। ৪৭ বছরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজে জন্ম নেয়া প্রথম কোনো শ্বেতাঙ্গ ক্রিকেটার হিসেবে জাতীয় দলে সুযোগ পেলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

উইন্ডিজ দলে শেষবার শ্বেতাঙ্গ ক্রিকেটার দেখা গেছে ২০১১ সালে। ব্রেন্ডন ন্যাশ নামের এই ক্রিকেটার অবশ্য ওয়েস্ট ইন্ডিজে বেড়ে ওঠেননি। তার জন্ম ও বড় হওয়া সবই ছিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায়। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ২১টি টেস্ট ও ৯টি ওডিআই খেলেছিলেন ন্যাশ।

শুধু ক্যারিবিয়ান দ্বীপে জন্ম হওয়া শ্বেতাঙ্গ ক্রিকেটারের হিসেব করতে গেলে ফিরতে হবে ১৯৭৩ সালে। উইন্ডিজের হয়ে ৫ টেস্টের ক্যারিয়ারের শেষটি সেই বছর খেলেছিলেন জর্জ গ্রিনিজ।

তার ৪৭ বছর পর শ্বেতাঙ্গ ক্রিকেটার হিসেবে অভিষেক হলো জশুয়া সিলভার। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে জন্ম হলেও এই ক্রিকেটারের বাবা ত্রিনিদাদের ও মা ক্যানাডিয়ান।

২২ বছর বয়সী জশুয়া ডি সিলভার পূর্বপুরুষরা এসেছিলেন পর্তুগালের মাদেইরা দ্বীপ থেকে। একই দ্বীপ থেকে উঠে এসেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ময়জেস হেনরিকস এবং ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে জশুয়াকে প্রায়ই শুনতে হয় ‘আপনি কি আসলেই ওয়েস্ট ইন্ডিজের?’ তবে কখনো গায়ের রঙ নিয়ে সমস্যায় পড়তে হয়নি বলে জানিয়েছেন এই ক্রিকেটার। ব্যাপারটি সবাই স্বাভাবিকভাবেই নিয়েছে বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়