Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:০৬, ১১ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৭:০৭, ১১ ডিসেম্বর ২০২০

উইঘুরদের মুসলিমদের পক্ষে গ্রিজমান

গ্রিজমান

গ্রিজমান

চীনা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় উইঘুরদের ওপর নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নিলেন বার্সেলোনা তারকা আতোয়ান গ্রিজমান। চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের সঙ্গে স্পনসরশিপ চুক্তি বাতিল করেছেন তিনি।

আলজাজিরা জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অফিশিয়াল অ্যাকাউন্টে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এ ফরোয়ার্ড।

সম্প্রতি বিবিসির এক খবরে প্রকাশ পায়, উইঘুরদের চিহ্নিত করতে একটি সফটওয়্যারের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে হুয়াওয়ে। মুখ পরীক্ষা করে উইঘুরদের চিহ্নিত করবে ওই সফটওয়্যার। যা মুসলিম সম্প্রদায়টির ওপর দমনে চীনা পুলিশ বিভাগকে সাহায্য করবে।

বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার হুয়াওয়ের ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোম্পানিটির সঙ্গে স্পনসরশিপ চুক্তি বাতিল করেন গ্রিজমান।

ইনস্টাগ্রামে ২৯ বছর বয়সী এ তারকা লিখেন, ‘উইঘুর অ্যালার্ট নামে চেহারা শনাক্তকরণের একটি সফটওয়্যারের উন্নতিতে সহযোগিতা করছে হুয়াওয়ে, এমন সন্দেহ থাকায় তাৎক্ষণিকভাবে আমি প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্কের ইতি টানছি।’

গ্রিজমান আরও বলেন, ‘আমি চাই হুয়াওয়ে তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেই খুশি থাকবে না, এই গণ নিপীড়নের বিরুদ্ধে নিন্দা জানিয়ে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেবে এবং নিজেদের প্রভাব খাটিয়ে সমাজের নারী  ও পুরুষের অধিকারের উন্নতিতে অবদান রাখবে।

গত মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান আইপিভিএম জানায়, মুখ চিনে উইঘুরদের শনাক্ত করতে একটি সফটওয়্যার তৈরির কাজে জড়িত রয়েছে হুয়াওয়ে। চীনা সরকার উইঘুরদের চিহ্নিত করতে এটি ব্যবহার করতে পারে।

তবে প্রযুক্তি কোম্পানিটির এক মুখপাত্র এক অভিযোগ সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য’ বলে জানান। তার ভাষ্য, ‘হুয়াওয়ের নীতি-নৈতিকতার মধ্যে কোনো জাতির প্রতি বৈষম্যমূলক মনোভাব নেই।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়