Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:২২, ১১ ডিসেম্বর ২০২০
আপডেট: ২৩:২৯, ১১ ডিসেম্বর ২০২০

জেমসের বাবা গান গাইলেন মাশরাফী-সাকিবরা (ভিডিও)

সংগৃহীত

সংগৃহীত

মাশরাফী বিন মোর্ত্তজা মানেই এক দুষ্টুমি আর মজার ভান্ডার। কোথাও দশ মিনিট দাঁড়াতে পারলেই হলো। আসর জমিয়ে ফেলবেন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাঁকেও সেই ‘অভ্যাসের’ প্রমাণ রাখলেন।

পেসার রুবেল হোসেন শুক্রবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে পাঁচ সিনিয়র খেলোয়াড় কাঁধে হাত দিয়ে মানব-চেইন গড়ে মাইক্রোফোনে জেমসের বাবা গান গাইছেন।

নগর বাউল জেমসের কণ্ঠে ‘মা’ গানটি রেকর্ড গড়ার পর সাফল্যে অনুপ্রাণিত হয়ে প্রিন্স মাহমুদের কথা ও সুরে ‘হারজিৎ’ অ্যালবামে জেমস গেয়েছিলেন ‘বাবা’ শিরোনামের এই গান। বাবা হারানো ছেলের আকুতি ছিলো গানটিতে।

ক্রিকেটাররা অবশ্য মজা করে গানটি গেয়েছেন। মাশরাফীর সঙ্গে গলা মেলান সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যরা এসময় মোবাইলে ভিডিও করছিলেন।

গানের কয়েক লাইন যাওয়ার পর সাকিব ‘ভেটো’ দেন। মাশরাফীকে বলেন, ‘ভাই একটা জানা গান করেন। যেটা গাইতে পারব।’

মাশরাফী এটা শোনার পরেই যেন ‘স্বমহিমায়’ জ্বলে ওঠেন। পেশাদার শিল্পীদের মতো হাঁটু ভাজ করে, কোমর নামিয়ে গাইতে থাকেন, ‘বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।’

ব্যস। সাকিব এবার যেন ‘নৃত্যশিল্পী’ হয়ে যান। হাতে তালি দিতে দিতে নাচ শুরু করেন।

মাশরাফী আরেক কাঠি সরেস। করোনার সময় সাকিবের বড় হওয়া চুলে হাত দিয়ে তাতিয়ে দেন!

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়