স্পোর্টস ডেস্ক
করোনায় এভারটন ক্লাবের ক্ষতি ১৪০ মিলিয়ন পাউন্ড
ফাইল ছবি
গত বছরের ডিসেম্বর থেকে সারা বিশ্বে তাণ্ডব দেখাচ্ছে করোনাভাইরাস। এর প্রভাবে গত অর্থবছরে রেকর্ড প্রায় ১৩৯.৯ মিলিয়ান পাউন্ড আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটন।
জানা গেছে, করোনার কারণে ম্যাচ টিকিট ও টেলিভিশন স্বত্ব বাবদ ক্লাবটির প্রায় ৬৭.৩ মিলিয়ন পাউন্ড ক্ষতি হয়েছে। যদিও ক্লাবটি বলছে, করোনা ছাড়াও বিভিন্ন খাতে গত মৌসুমে ১১১.৮ মিলিয়ন ক্ষতি হয়েছে যা পুষিয়ে ওঠা বেশ কঠিন হয়ে পড়েছে।
পাউন্ড ব্যয় করেছিল। সম্প্রতি ট্রান্সফার মার্কেটে তারা আরো ৭০ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে। ২০১৯ সালের ডিসেম্বরে কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে সাড়ে চার বছরের আকর্ষণীয় চুক্তি করতে গিয়েও অনেক অর্থ ব্যয় করেছে এভারটন। এক বছর আগে ম্যানেজার মার্কো সিলভা ও তার কোচিং স্টাফদের বহিষ্কার করায় ক্ষতিপূরণ দিতে হয়েছে ৬.৬ মিলিয়ন পাউন্ড। নতুন স্টেডিয়াম প্রস্তুত করতে গিয় আরো ২০ মিলিয়ন পাউন্ড বাড়তি খরচ হয়েছে।
এভারটনের প্রধান নির্বাহী ডেনিস বারেত-বাক্সেনডেল বলেছেন, কোভিড-১৯ এর প্রভাব ক্লাবের ওপর বেশ বাজেভাবে পড়েছে। এই ক্ষতি পুষিয়ে ওঠা কঠিন হয়ে পড়বে। মহামারীর আগে আমরা রেকর্ড ২০০ মিলিয়ন পাউন্ড অতিরিক্ত রাজস্ব আয়ের আশা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সেটাতো হয়নি, উল্টো বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।
আর্থিক এই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে ক্লাবটির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার ফরহাদ মোসিরি নিজের অর্থ থেকে ৫০ মিলিয়ন পাউন্ড ছেড়ে দেবার ঘোষণা দিয়েছেন।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























