Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৩, ১২ ডিসেম্বর ২০২০

করোনা আক্রান্ত হলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া

সংগৃহিত ছবি

সংগৃহিত ছবি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার করোনা পজিটিভ এসেছে। সেজন্য ভারতের আই লিগে তার খেলা অনিশ্চয়তার মুখে পড়ে গেল।
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই খেলতে কাতার গিয়েছিল বাংলাদেশ দল। সেখান থেকে ৫ ডিসেম্বর সবাই দেশে ফিরলেও ফেরেননি জামাল ভূঁইয়া। ব্যক্তিগত কারণে কাতারে থেকে যান তিনি। এ সময়েই করোনা আক্রান্ত হয়ে এখন কাতারেই আইসোলেশনে আছেন তিনি।

বাংলাদেশ দলের প্রধান কোচ জেমি ডে জামালের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন। এই মুহূর্তে বাংলাদেশ অধিনায়ক কাতার ফুটবল অ্যাসোসিয়েশনে তত্ত্বাবধানে আইসোলেশনে আছেন।
জানুয়ারিতে শুরু হচ্ছে ভারতের আই-লিগ। ভারতীয় ফুটবল প্রতিযোগিতায় এবার জামাল খেলবেন কলকাতা মোহামেডানে। গত ১০ ডিসেম্বর নতুন দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় তার কলকাতায় যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। 

জেমি ডেও শঙ্কিত। তিনি বলেন, ওর এখনকার যে অবস্থা, তাতে করে কলকাতা মোহামেডানে খেলতে যাওয়াটা অনিশ্চিত হয়ে পড়লো।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়