Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:২৫, ১২ ডিসেম্বর ২০২০

ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল বরিশাল

সংগৃহীত

সংগৃহীত

মোহাম্মদ নাঈমের দাপুটে সেঞ্চুরিতে ১৯৪ রানের লক্ষ্যটা প্রায় ছুঁয়ে ফেলেছিল বেক্সিমকো ঢাকা। ভাগ্য অবশ্য এদিন বরিশালের পক্ষে ছিল বলা চলে। উত্তেজনা ছড়ানো ম্যাচে ২ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে দলটি।

যে জয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হয়েছে বরিশালের। পাঁচ দলের আসরে প্রথম পর্ব থেকে ছিটকে গেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমেছিল বরিশাল। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৩ রান করে দলটি। জবাবে ৬ উইকেটে ১৯১ রানে থেমেছে ঢাকার ইনিংস।

এর আগে বরিশালের হয়ে মিরপুরে ঝড় তুলেছিলেন আফিফ হোসেন ও তৌহিদ হৃদয়। আফিফ ২৫ বলে ১ চার ও ৫ ছক্কায় করেন অপরাজিত ৫০ রান। অন্যদিকে ২২ বলে ২ চার ও ৪ ছক্কায় ৫১ রান করেন তৌহিদ হৃদয়। শেষ ৬ ওভারে ৮৯ রান যোগ করেছেন এই দুজন।

ওপেনার সাইফ হাসান পেয়েছেন ফিফটি। ৪৩ বলে ৮ চারে ৫০ রানের ইনিংস খেলেছেন তিনি। এ ছাড়া অধিনায়ক তামিম ইকবাল ১৭ বলে ১৯, পারভেজ হোসেন ইমন ১৩ বলে ১৩ রান করেন।

ঢাকার পক্ষে একটি করে উইকেট নিয়েছেন রুবেল হোসেন, আল-আমিন ও মুক্তার আলি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়