Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪, ১৩ ডিসেম্বর ২০২০

কৃষক আন্দোলনের সমর্থনে জন্মদিন পালন করলেন না যুবরাজ

যুবরাজ সিং

যুবরাজ সিং

শনিবার ৩৯ বছরে পা দিয়েছেন যুবরাজ। কিন্তু এ বছরের জন্মদিন পালন করলেন না ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং।  কৃষক আন্দোলনে সমর্থন জানিয়ে এই সিদ্ধান্ত নিলেন তিনি।

টুইটারে জানিয়েছেন, এ বছর জন্মদিন পালন না করে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে সরকারের আলোচনায় যাতে সমাধানসূত্র বেরিয়ে আসে, সেই প্রার্থনা করছেন তিনি।

যুবরাজ লিখেছেন, ‘এ বছর আমি জন্মদিন উদ্‌যাপনের পরিবর্তে সরকার এবং কৃষকদের মধ্যে আলোচনার দ্রুত মীমাংসার জন্য প্রার্থনা করছি। আমাদের কৃষকেরা দেশের জীবনরেখা। আমি মনে করি এমন কোনো সমস্যা নেই যার সমাধান আলোচনার মাধ্যমে করা যায় না।’

কৃষক আন্দোলন নিয়ে বাবা যোগরাজ সিংয়ের মন্তব্যেরও সমালোচনা করেছেন যুবরাজ। কৃষকদের সমর্থন করতে গিয়ে সরকারের বিরুদ্ধে কিছুটা হলেও সুর চড়িয়েছিলেন যোগরাজ। যে ক্রীড়াবিদরা কৃষকদের সমর্থনে নিজেদের সরকারি পুরস্কার বা সম্মান ফেরাচ্ছিলেন, তাদেরকেও সমর্থন জানিয়েছিলেন তিনি।

যুবরাজ অবশ্য টুইটারে লিখেছেন, ‘আমি এই মহান দেশের সন্তান এবং আমার কাছে সেটাই সব থেকে বেশি গর্বের বিষয়। আমার বাবা যে মন্তব্য করেছেন সেটা একান্তই তার ব্যক্তিগত মত। আমি তার এই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করছি না।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়