Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:৩৬, ১৩ ডিসেম্বর ২০২০

আবাহনীর নাম তুললেন মোহামেডানের কোচ

সংগৃহীত

সংগৃহীত

‘ডি’ গ্রুপের প্রথম দল হিসেবে মোহামেডান ও দ্বিতীয় দল হিসেবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের নাম ওঠার পর বাফুফে ভবনের সভাকক্ষে সবার কৌতুহল শেষ দলটি হচ্ছে কারা?

এক নম্বর পট থেকে নামটি তোলার জন্য ডাকা হলো মোহামেডানের অস্ট্রেলিয়ান কোচ শন লিনকে। আসন ছেড়ে কুপন তুলতে যাওয়ার সময়ই তিনি বললেন-আমি চাই আবাহনীর নাম উঠুক। শেষ পর্যন্ত তাই হলো-মোহামেডান কোচ তুললেন তাদের চির প্রতিদ্বন্দ্বি আবাহনীর নাম। নিশ্চিত হলো-ফেডারেশন কাপে মোহামেডান ও আবাহনীর লড়াইটা আগেভাগে হওয়ার।

২২ ডিসেম্বর মাঠে গড়াবে মৌসুমসূচক টুর্নামেন্ট ফেডারেশন কাপ। যার ড্র অনুষ্ঠান হয়ে গেলো রোববার বাফুফে ভবনের সভাকাক্ষে। ১৩ দলের এই টুর্নামেন্টে তিন গ্রুপে তিনটি করে দল, একটি গ্রুপে দল চারটি। সর্বশেষ লিগ টেবিলের ভিত্তিতে দলগুলোকে রাখা হয় চারটি পটে। সেখান থেকে লটারির মাধ্যমে ফেলা হয়েছে তিন গ্রুপে।

গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি পড়েছে 'সি' গ্রুপে। সঙ্গে চট্টগ্রাম আবাহনী। 'এ' গ্রুপে শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। 'বি' গ্রুপের তিন দল সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা ক্লাব।

কারা কোন গ্রুপে

গ্রুপ 'এ': শেখ রাসেল, শেখ জামাল ও বাংলাদেশ পুলিশ
গ্রুপ 'বি': সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা
গ্রুপ 'সি': বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ
গ্রুপ 'ডি': ঢাকা আবাহনী, মুক্তিযোদ্ধা কেসি ও ঢাকা মোহামেডান

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়