Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:১২, ১৩ ডিসেম্বর ২০২০

তামিমের করোনা পরীক্ষার ফল নেগেটিভ

তামিম

তামিম

জাতীয় ক্রিকেট দলের ওপেনার ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ফলে প্লে-অফ ম্যাচে বরিশাল শিবিরে দেখা যাবে তাকে।

শনিবার রাতে অসুস্থ বোধ করায় করোনা উপসর্গ দেখা দেওয়ায় রোববার করোনা টেস্ট করান তিনি। রাতে আসা রিপোর্টে জানা গেছে, করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন তামিম। 

শনিবার বেক্সিমকো ঢাকার বিপক্ষে ম্যাচে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ব্যাটিং শেষে ড্রেসিং রুমে ফিরে দুর্বল হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক টিম হোটেলে পাঠিয়ে দেন চিকিৎসকরা। করোনা উপসর্গ থাকায়, তাকে হোটেলে আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হয়। নিজের ভ্যারিফাইড ফেসবুক পেইজেও একই তথ্য জানিয়েছেন তামিম ইকবাল।

রোববার সব ধরনের টেস্ট করা হয়েছে তামিমের। প্রাথমিকভাবে করোনা টেস্টে নেগেটিভ এসেছে তার। তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর রাউন্ডে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে তামিম খেলতে পারবেন কিনা তা এখনো জানা যায়নি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়