Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:১৫, ১৪ ডিসেম্বর ২০২০

দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করতে বরিশালের লক্ষ্য ১৫১

সংগৃহীত

সংগৃহীত

বঙ্গবন্ধু টি-২০ কাপের এলিমিনেটরে মুখোমুখি হয়েছে বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশাল। দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করার লক্ষ্যে ম্যাচটিতে লড়ছে দুই দল। গুরুত্বপূর্ণ এ ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে ঢাকা। নির্ধারিত ২০ ওভারে দলটির সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১৫০ রান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বরিশাল। ঢাকার হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন নাঈম শেখ ও সাব্বির রহমান। শুরুতেই ৩ উইকেট হারায় ঢাকা। নাঈম ৫ ও সাব্বির ৮ রান করলেও খাতা খোলার আগে সাজঘরে ফেরেন আল আমিন জুনিয়র। 

এমতাবস্থায় ৫০ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলী রাব্বি। ঢাকার অধিনায়ক ফেরেন ৪৩ রানে। তার জায়গায় নামা আকবর আলি করেন ২১ রানে। 

শেষদিকে মুক্তার আলীকে সঙ্গে নিয়ে ঢাকাকে এগিয়ে নেন ইয়াসির। শেষ ওভারে আউট হওয়ার আগে তিনি করেন ৫৪ রান। মুক্তার আলী ৬ রানে অপরাজিত ছিলেন। 

বরিশালের হয়ে দুটি করে উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বী। সোহরাওয়ার্দী শুভ ও তাসকিন আহমেদ নেন একটি করে উইকেট।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়