ক্রীড়া প্রতিবেদক
এ কেমন রূপ মুশফিকের?
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আজকের খেলায় এলিমিনেটরে বরিশালকে ৯ রানে হারিয়েছে বেক্সিমকো ঢাকা। তবে এই জয়কেও ছাপিয়ে গেছে ঢাকা অধিনায়ক মুশফিকুর রহিমের আক্রমণাত্মক আচরণের দৃশ্য!
স্বাভাবিকভাবেই বাঁচা-মরার ম্যাচে চাপে ছিলেন বেক্সিমকো অধিনায়ক মুশফিক। কিন্তু সেই চাপ যে এতো ভয়ংকর রূপ লাভ করবে তা হয়তো কেউ আশা করেনি।
রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আজকে ম্যাচে ফিল্ডার নাসুম আহমেদকে মারতে দুইবার হাত তোলেছেন মুশফিক! পুরো ম্যাচেই দেখা গেছে সতীর্থদের সঙ্গে তার উত্তেজিত আচরণ।
প্রথম ঘটনা
বরিশালের ইনিংসের ১৩তম ওভারের ঘটনা। ৪৮ বলে তখন বরিশালের দরকার ৯৬ রান। নাসুমকে এগিয়ে এসে বিশাল এক ছক্কা মেরেছিলেন আফিফ হোসাইন। ওই সময় ছক্কা খাওয়াতে মুশফিক যারপরনাই ছিলেন বিরক্ত। পরের বলেই আফিফ মিডউইকেটে বল ঠেলে সিঙ্গেল নিয়েছেন।
তখন নিজের পজিশন ছেড়ে বোলিং কুড়িয়ে আনতে যান নাসুম। এদিক থেকে যান মুশফিকও। তবে বলটি হাতে তুলে নিয়েছিলেন মুশফিক-ই, কিন্তু বলটি উইকেটের দিকে না ছুঁড়ে নাসুমকেই মারার জন্য উদ্যত হন উত্তেজিত মুশফিক!
দ্বিতীয় ঘটনা
দ্বিতীয় ঘটনাটি ঘটে ১৭তম ওভারের। পেসার শফিকুলের বলে মারতে গিয়ে এবার উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন আফিফ। অনেক উপরে ওঠা বলটি লুফে নিতে শর্ট ফাইন লেগ অঞ্চলে ছুটে যান মুশফিক। ক্যাচটি ধরতে ছুটছিলেন ওই অঞ্চলের ফিল্ডার নাসুমও।
কিন্তু শেষ পর্যন্ত নিজে দাঁড়িয়ে থেকে মুশফিককে ক্যাচ নেওয়ার সুযোগ করে দেন নাসুম। তবে দুজনের মধ্যে একটু ধাক্কা লাগে বটে। যে কারণে মুশফিক ফের একই ভঙ্গিতে নাসুমকে মারার জন্য উদ্যত হয়েছিলেন! যদিও ক্যাচটি নিতে তেমন সমস্যা হয়নি মুশফিকের।
অধিনায়কের কাছ থেকে এমন আচরণ পেয়ে বিস্মিত ছিলেন নাসুম নিজেও। কেননা মুশফিকের এমন আচরণ দেশের খেলোয়াড়দের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলে।
মুশফিকের বক্তব্য
যদিও ম্যাচ শেষে ফিল্ডিং নিয়ে অসন্তোষও প্রকাশ করেন মুশফিক। তিনি বলেন, “হ্যাঁ, তা তো অবশ্যই। ফিল্ডিং নিয়ে হতাশ ছিলাম তবে এইটা খেলারই অংশ। বোলাররা তাদের কাজটা ঠিকভাবেই করতে পেরেছে এবং অনেকগুলো সুযোগ তৈরি করেছে যেটা কিনা ভালো লক্ষণ। এই জয় সামনের ম্যাচের আগে আত্মবিশ্বাস জোগাবে আমাদের। আশা করছি পরের ম্যাচে আরও ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামতে পারব এবং সেগুলো প্রথম ছয় ওভারে বাস্তবায়ন করতে পারব।”
তবে মুশফিকের এমন আচরণের সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। বিদেশি ক্রিকেট সমর্থকদের অনেকেও নিন্দা করছেন মুশফিকের এমন আচরণের।
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























