Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৭, ১৫ ডিসেম্বর ২০২০

খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন মুশফিক

সোমবার (১৪ ডিসেম্বর) বঙ্গবন্ধু টি টুয়েন্টি কাপের বরিশালের বিপক্ষে বাছা  মরার ম্যাচে মাঠে নামে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বেক্সিমকো ঢাকা। ঢাকা ম্যাচ জিতলেও সতীর্থ খেলোয়াড়ের সাথে খারাপ ব্যবহারের জন্য দর্শকদের কাছে সমালোচিত হন মুশফিকুর রহিম। তবে তিনি তাঁর এ ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন।

সোমবার খেলা শেষেই বোলার নাসুমের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

দেশের সিনিয়র এই ক্রিকেটার মঙ্গলবার সকালে নিজের অফিসিয়াল ফেইসবুক পেজে নাসুমের সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি দিয়ে লিখেন, ‘এমন কিছু আর ভবিষ্যতে করব না।’

গতকাল এলিমেনেটর ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হয় বেক্সিমকো ঢাকা। এমন ম্যাচে মেজাজ হারিয়ে ফেললেন ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। পুরো ম্যাচেই সতীর্থদের সঙ্গে উত্তেজিত আচরণ করতে দেখা গেছে তাকে। এমনকি ফিল্ডার নাসুম আহমেদকে মারতে দুইবার হাতও উঠে যায় মুশির!

দলের সিনিয়র প্লেয়ার ও অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমের এমন আচণ নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাগোগ মাধ্যামে উঠে তুমুল সমালোচনার ঝড়। 

মুশফিকুর রহিমের ফেসবুক পোস্ট

আসসালামুয়ালাইকুম সবাইকে...প্রথমত আনুষ্ঠানিকভাবে আমি আমার সকল ভক্ত এবং দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিতে চাই গতকালের ম্যাচ চলাকালীন ঘটনা সম্পর্কে ।

খেলার পর আমি ইতিমধ্যে আমার সহকর্মী দলের সদস্য নাসুমের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি । দ্বিতীয়ত আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি । সব সময় মনে পড়ে আমি সবার উপরে একজন মানুষ আর যে অঙ্গভঙ্গি দেখিয়েছি তা মোটেই গ্রহণযোগ্য নয় ।

ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আমি প্রতিজ্ঞা করছি এটা মাটিতে বা মাটির বাইরে পুনরাবৃত্তি হবে না.... জাযাকাল্লাহ খায়ের ।

মুশফিক কালকের ম্যাচে প্রথম মেজাজ হারান ইনিংসের ত্রয়োদশ ওভারে। নাসুমের বল শর্ট মিড উইকেটে ঠেলেই দ্রুত একটি রান নেন আফিফ হোসেন। বোলার ও কিপার, দুজনেই ছুটে যান বল ধরতে। মুশফিক আগে পৌঁছে বল ধরেই হাত বাড়িয়ে মারের ভঙ্গি করেন নাসুমের দিকে।

দ্বিতীয় ঘটনা সপ্তদশ ওভারে। বাঁহাতি পেসার শফিকুল ইসলামকে পুল করতে গিয়ে বল আকাশে তোলেন আফিফ হোসেন। মুশফিক শর্ট লেগের দিকে ছুটে গিয়ে গ্লাভসে বন্দি করেন বল। শর্ট ফাইন লেগেই ফিল্ডার ছিলেন নাসুম। তিনি ক্যাচ নিতে ছুটে এলেও শেষ পর্যন্ত মুশফিককেই সুযোগ দেন, মুশফিকের জন্য বাধার সৃষ্টি করেননি। কিন্তু এবারও মুশফিক ক্যাচ নিয়েই নাসুমের গায়ে হাত তুলতে উদ্যত হন। 

এই দুই ঘটনা ছাড়াও আরও এই ম্যাচে কয়েকবার বোলারদের বাজে ডেলিভারিতে বা ফিল্ডারদের ভুলের পর বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ফুটে ওঠে মুশফিকের আচরণে।

 

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়