Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:১৯, ১৬ ডিসেম্বর ২০২০

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি চূড়ান্ত

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছে বাংলাদেশ জাতীয় দল। তবে সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফর করতে পারে টাইগাররা।

জানা গেছে, আগামী ১০ জানুয়ারি তিন ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসছে ক্যারিবীয় ক্রিকেট দল। 

মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনা পরিস্থিতির কারণে সফর সংক্ষিপ্ত করতে টি-২০ সিরিজ রাখা হয়নি। এছাড়া কমানো হয়েছে একটি টেস্ট। আগের প্রস্তাবিত সূচি অনুযায়ী এই সফরে ওয়েস্ট ইন্ডিজের তিনটি করে ওয়ানডে, টেস্ট ও দুটি টি-২০ খেলার কথা ছিল।

সূচি অনুযায়ী ১৮ জানুয়ারি বিকেএসপিতে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে উইন্ডিজ ক্রিকেট দল। এরপর ২০ ও ২২ জানুয়ারি মিরপুরে সিরিজের প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে।

২৫ জানুয়ারি তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৩-৭ ফেব্রুয়ারি সেখানে গড়াবে প্রথম টেস্ট। এর আগে এম এ আজিজ স্টেডিয়ামে ২৮-৩১ জানুয়ারি চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তারিখ ১১-১৫ ফেব্রুয়ারি। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়