স্পোর্টস ডেস্ক
বঙ্গবন্ধু টি-২০ কাপের ফাইনাল শুক্রবার
সংগৃহীত
শুক্রবার (১৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু টি-২০ কাপের ফাইনাল। গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামবে জেমকন খুলনা। এ ম্যাচে মূলত খুলনার অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে চট্টগ্রামের তরুণদের লড়াই হবে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে। দেশের নতুন স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস খেলাটি সরাসরি সম্প্রচার করবে।
প্রথম কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে ওঠে খুলনা। ঐ ম্যাচের পরই শ্বশুর অসুস্থ থাকায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়েন সাকিব। তবে এই অলরাউন্ডার যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই তার শ্বশুর মারা যান।
লিগ পর্বে নিজেদের নামের সুবিচার করতে পারেননি সাকিব। তবে কোয়ালিফায়ারে চট্টগ্রামের বিপক্ষে খুলনার জয়ে তার বড় ভূমিকা ছিলো। খুলনার আশা ছিলো ফাইনালেও জ্বলে উঠবেন সাকিব। ফাইনালে তার না থাকা দল টের পাবে বলে অকপটে স্বীকার করেছেন খুলনার কোচ মিজানুর রহমান বাবুল।
তিনি বলেন, অবশ্যই তার অনুপস্থিতি দলে বড় প্রভাব ফেলবে। কারণ এক সঙ্গে দু'জন খেলোয়াড়ের ভূমিকা পালন করে থাকে সাকিব। ফাইনালে আমরা সাকিবকে মিস করবো। কিন্তু সবার আগে পরিবার।
বাবুল আরো বলেন, সাকিবের অনুপস্থিতি সত্বেও খেলোয়াড়রা অনুপ্রাণিত। কারণ তারা ফাইনাল খেলছে। আমরা এখানে ট্রফি জিততে এসেছি এবং টুনার্মেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের সেরাটা দিতে চাই।
কোয়ালিফায়ারে চট্টগ্রামকে হারালেও ফাইনালে খুলনার জয় পাওয়া সহজ হবে না। লিগ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে চট্টগ্রাম। আট ম্যাচের সাতটিতেই জিতেছে তারা। ডাবল লিগের এ আসরে দু’বারই খুলনাকে হারিয়েছিল চট্টগ্রাম। প্রথম দেখায় ৯ উইকেটে হারানোর পর ফিরতি পর্বে খুলনাকে ৩ উইকেটে হারায় মোহাম্মদ মিঠুনের দল।
প্রথম কোয়ালিফায়ারে মাশরাফী বিন মোর্ত্তজার আগুন ঝরা বোলিংয়ে চট্টগ্রামকে হারিয়ে ফাইনালের টিকিট পায় খুলনা। টি-২০ ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ ওভারে ৩৫ রানে ৫ উইকেট নেন মাশরাফী।
প্রথম কোয়ালিফায়ারে হারলেও টুর্নামেন্টে টিকে ছিলো চট্টগ্রাম। দ্বিতীয় কোয়ালিফায়ারে বেক্সিমকো ঢাকাকে সাত উইকেটে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয় তারা। টুর্নামেন্টে মাত্র ২টি ম্যাচ হারলেও ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞতার কারনে খুলনাকে এগিয়ে রাখছেন চট্টগ্রামের কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
তিনি বলেন, আমি মনে করি টি-২০ ম্যাচে অভিজ্ঞতার গুরুত্ব বেশি। খেলোয়াড়দের কারণে উভয় দলই অভিজ্ঞ। তবে সর্বমোট অভিজ্ঞতার বিচারে খুলনা আমাদের চেয়ে এগিয়ে রয়েছে।
খুলনাকে এগিয়ে রাখলেও ট্রফি জয়ের আশা ছাড়ছেন না সালাউদ্দিন। তিনি বলেন, প্লেয়ার ড্রাফটে আমরা অভিজ্ঞতা ও টি-২০ তে পারদর্শী খেলোয়াড়দের নেয়ার চেষ্টা করেছি। আমি মনে করি, আমাদের মিডল-অডার্র শক্তিশালী এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ম্যাচেই সেটি প্রদর্শন করা হবে।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























