ক্রীড়া প্রতিবেদক
আপডেট: ১৫:১৯, ১৯ ডিসেম্বর ২০২০
টেস্ট ইতিহাসে আরও একবার লজ্জাজনক স্কোর ভারতের
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগেও একবার লজ্জাজনক স্কোরে অল আউট হয়েছিলো ভারত। ২০২০ সালে এসে যেন সেই ক্ষতই আবার জেগে ওঠেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে। ৯ উইকেট হারিয়ে মাত্র ৩৬ রান করে মাঠ ছেড়েছে ভারত। যদিও মোহাম্মদ শামী চোট পেয়ে মাঠ ছেড়েছেন আউট না হয়েই।
শুক্রবার ৯ রানে আউট হয়েছিলেন ভারতের ওপেনার আগারওয়াল। আজ শনিবার খেলতে নেমেই হুড়মুড় করে উইকেট পড়তে থাকে ভারতের। কেউই দুই অংকের কোঠা পার হতে পারেনি। এর মধ্যে পৃথ্বি শ’ ৪, বুমরাহ ২, পুজারা ০, বিরাট কোহলি ৪, রাহানে ০, হানহুমা ভিহারী ৮, হৃদ্ধিমান শাহ ৪, অশ্বিন ০, উমেশ যাদব ৪ (অপরাজিত), মোহম্মদ শামি ১ (ব্যথা পেয়ে মাঠ ত্যাগ)।
হ্যাইজেলউড ও কামিন্স এই দুই অস্ট্রেলিয়ার পেসার ভারতীয় ব্যাটসম্যানদেরকে ডুবিয়েছে। হ্যাইজেলউডের শিকার ভারতের ৫ ব্যাটসম্যান, আর কামিন্সের ৪ জন।
এর আগে গতকাল দিবারাত্রির টেস্টে সফরকারী ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে দুইশ’ রানের আগেই অলআউট হয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। এদিন রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব ও যশপ্রীত বুমরাহর বোলিং তোপে শেষ পর্যন্ত ১৯১ রানে থামে তাদের ইনিংস। তাতে ৫৩ রানের লিড পেয়ে যায় ভারত। কিন্তু দিনের বাকি সময়ে ৯ রান তুলতেই ১ উইকেট হারিয়েছে কোহলিরা।
অ্যডিলেডে শুক্রবার (১৮ ডিসেম্বর) দ্বিতীয় দিনের শুরুতেই ২৪৪ রানে অলআউট হয়ে যায় ভারত। ৬ উইকেটে ২৩৩ রান নিয়ে দিন শুরু করা ভারত ইনিংস টেকে মাত্র ২৫ বল। শেষ ৪টি উইকেটে যোগ করে মাত্র ১১ রান। ঋদ্ধিমান সাহা ও রবিচন্দ্রন অশ্বিন এদিন কোনো রান যোগ করতে পারেননি। উমেশ যাদব (৬) আর বুমরাহ (৪) মিলে তুলেন ১০ রান। পরে মোহাম্মদ শামিকে বিদায় করে আড়াইশর আগে ভারতের প্রথম ইনিংস থামিয়ে দেন কামিন্স।
টেস্ট ইতিহাসে আরও কিছু লজ্জাজনক স্কোর
টেস্ট ক্রিকেটে এর আগে ১৯৭৪ সালে ইংল্যান্ডের কাছে ৪২ রানে অলআউট হয়েছিল ভারত। এতোদিন এটিই ছিলো ভারতের সর্বনিম্ন স্কোর। তবে এবার সেই স্কোর নেমে ৩৬ রানে।
তবে এর থেকেও সর্বনিম্ন স্কোর ছিলো ১৯৫৫ সালে নিউজিল্যান্ডের। নিউজিল্যান্ড সেই ম্যাচে মাত্র ২৬ রানে অল আউট হয়ে যায়। ১৮৮৯ সালের ২৫ মার্চ কেপটাউনে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের টেস্ট ম্যাচে মাত্র ৪৩ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস।
১৮৮৮ সালের১০ ফেব্রুয়ারি সিডনিতে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। মাত্র ১১৩ রানে অল আউট হয়ে যায় ব্রিটিশ বাহিনী। কিন্তু এর জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪২ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ম্যাচটি ১২৬ রানে জিতে নেয় ইংল্যান্ড।
১৯৪৬ সালের ২৯ মার্চে ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। কিন্তু মাত্র ৪২ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। এর জবাবে ব্যাট করতে নেমে ১৯৯ রান করে অস্ট্রেলিয়া। ম্যাচটি এক ইনিংস ও ১০৩ রানে জিতে নেয় অস্ট্রেলিয়া।
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























