Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৩১, ২১ ডিসেম্বর ২০২০

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে পাকিস্তানের নেতৃত্বে রিজওয়ান

ফাইল ছবি

ফাইল ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-২০ সিরিজের পর এই টেস্ট থেকেও ছিটকে গেছেন পাকিস্তানের তিন ফরম্যাটের নিয়মিত অধিনায়ক বাবর আজম। তার জায়গায় পাকিস্তানকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মাউন্ট মাউঙ্গানুইতে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করে পিসিবি। এ ম্যাচে নেতৃত্ব দেয়ার মাধ্যমে পাকিস্তানের ৩৩তম টেস্ট অধিনায়ক হতে যাচ্ছেন রিজওয়ান।

দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ২৪ বছর বয়সী ইমরান বাট। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট কায়েদ ই আজম ট্রফির চলতি মৌসুমে ৩ ম্যাচে ১৯১ রান করেছেন তিনি। গত মৌসুমে এই প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ইমরান। করেছিলেন ৯৩৪ রান। 

এর আগে গত রোববার দলের অনুশীলনে ডান হাতের বুড়ো আঙুলে চোট পান পাকিস্তানের সব সংস্করণের অধিনায়ক বাবর। পরে স্থানীয় একটি হাসপাতালে এক্স রে করার পর মেলে খারাপ খবর। চোটের কারণে টি-২০ সিরিজে খেলতে পারেননি তিনি। দ্বিতীয় টেস্টেও তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। এছাড়া পুরো সফরো ওপেনার ইমাম উল হককেও পাচ্ছে না পাকিস্তান। ইনজুরিতে তার সফর শেষ।

প্রথম টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড:

মোহাম্মদ রিজওয়ান ( অধিনায়ক, উইকেটরক্ষক), আজহার আলি, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস সোহেল, আবিদ আলি, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, সরফরাজ আহমেদ ,সাহেল খান ও ইয়াসির শাহ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়