Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:১০, ২১ ডিসেম্বর ২০২০

২০২১ সালে ৮ দল নিয়েই হতে পারে আইপিএল

ফাইল ছবি

ফাইল ছবি

বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল আইপিএলে দল বাড়ানো হবে। তবে ২০২১ সালের আইপিএল ৮ দল নিয়ে হওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে ২০২২ সালের আইপিএলে নতুন দুটি দল আনা হবে বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) মনে করছে, এখনই আইপিএলে দল বাড়ালে সেটা বেশ তাড়াহুড়ো করা হবে। ২০২১ সালের আইপিএলের আগে এখন সাড়ে তিন মাসও সময় নেই। ফলে ধীরে চলতে চাইছে বোর্ড। আগামী ২৪ ডিসেম্বর আহমেদাবাদে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এমন ভাবনাই চূড়ান্ত হওয়ার কথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। 

যদিও তিন সপ্তাহ আগে প্রকাশ্যে আসা বার্ষিক সাধারণ সভার এজেন্ডায় দুই নতুন ফ্র্যাঞ্চাইজির আইপিএলে যুক্ত হওয়ার কথা ছিল। সভায় নতুন ফ্র্যাঞ্চাইজিকে আনার ক্ষেত্রে সদস্যদের হয়তো আপত্তি থাকবে না। তবে জানা গেছে, এখনই টেন্ডারে দরপত্র চাওয়া হবে না।

বোর্ড সূত্র জানিয়েছে, আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মাঝে দরপত্র চাওয়া হতে পারে। ২০২১ সালের আইপিএলে নতুন দল না এলে বোর্ডের বড় করে নিলাম আয়োজনেরও দরকার পড়বে না। এছাড়া আইপিএলের টাইটেল স্বত্ত্ব আবারো বিক্রি করার জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে। সবমিলিয়ে আগামী আসরে ৮ দল নিয়েই আইপিএল আয়োজনে আগ্রহী বিসিসিআই। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়