Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৫, ২২ ডিসেম্বর ২০২০

নাইট ক্লাবে পুলিশের অভিযান, গ্রেপ্তার সুরেশ রায়না

সুরেশ রায়না। ফাইল ছবি

সুরেশ রায়না। ফাইল ছবি

ভারতীয় ক্রিকেট দল থেকে চলতি বছর আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন সুরেশ রায়না। খেলেননি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরেও। অনেকদিন ধরেই আলোচনা থেকে দূরে থাকা রায়না আবারো উঠে এসেছেন শিরোনামে। তবে নেতিবাচক কারণে। নাইট ক্লাব থেকে গ্রেপ্তার হয়েছেন তিনি।

সোমবার মুম্বাইয়ের একটি নাইট ক্লাব থেকে রায়নাকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে গ্রেফতার হন গায়ক গুরু রনধাওয়াও। জানা গেছে, মুম্বাইয়ের ড্রাগন ফ্লাই ক্লাবে গতকাল রাতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই তাদের গ্রেফতার করা হয়।

ড্রাগন ফ্লাই ক্লাব থেকে মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যেই ছিলেন রায়না এবং গুরু। সবার বিরুদ্ধে ভারতীয় আইনের ১৮৮, ২৬৯ এবং ৩৪ ধারায় অভিযোগ আনার হয়। তবে জামিন নিয়ে দু’জনেই আপাতত মুক্ত হয়েছেন। 

করোনার কারণে ক্লাব বন্ধ করার নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে মহারাষ্ট্র সরকার। সেই নিয়ম না মেনে অতিরিক্ত সময় খোলা ছিল ক্লাবটি। সেখানেই ছিলেন রায়নাসহ অন্যরা। এ কারণেই তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়