Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:০৭, ২২ ডিসেম্বর ২০২০

ব্যাটিং পরামর্শক হিসেবে জ্যাক ক্যালিসকে পেল ইংল্যান্ড

জ্যাক ক্যালিস

জ্যাক ক্যালিস

শ্রীলঙ্কা টেস্ট সিরিজকে সামনে রেখে জ্যাক ক্যালিসকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

হেড কোচ ক্রিস সিলভারউডের সহকারি হিসেবে কাজ করবেন জ্যাক ক্যালিস। জানুয়ারিতে শ্রীলংকার গলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড ক্রিকেট দল।

ক্যালিস ছাড়াও ইংল্যান্ডের এ সফরের কোচিং প্যানেলে থাকবেন সহকারি কোচ পল কলিংউড, উইকেটকিপার কোচিং উপদেষ্টা জেমস ফস্টার, ফিল্ডিং কোচ কার্ল হপকিনসন, বোলিং কোচ জন লুইস ও স্পিন বোলিং কোচিং উপদেষ্টা জিতান প্যাটেল।

ক্রিকেট থেকে অবসরে গিয়ে কোচিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন ক্যালিস। দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা এই তারকা অলরাউন্ডারকে ২০১৫ সালে প্রধান কোচের দায়িত্ব দেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।  তারপর থেকে দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন ৪৫ বছর বয়সী এই সাবেক তারকা ক্রিকেটার।

শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ড টেস্ট স্কোয়াড: জো রুট, মইন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারান, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডম সিবলি, ওলি স্টোন, ক্রিস ওকস এবং মার্ক উড।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়