Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪১, ২৩ ডিসেম্বর ২০২০

রেকর্ডে পেলেকেও ছাড়িয়ে গেলেন মেসি

পেলে, ফুটবল বিশ্বের এক বিষ্ময়ের নাম। খেলোয়াড়ি জীবনে পায়ের জাদুতে মাত করে রেখেছিলেন ফুটবলপ্রেমীদের। তবে পেলের যুগ আজ ইতিহাস। বর্তমান সময়ে ফুটবল জাদুকরের খেতাব যার মাথায় তিনি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এবার রেকর্ডে তাঁর পূর্বসূরী পেলেকেও ছাড়িয়ে গেলেন মেসি।

ব্রাজিলের কিংবদন্তীকে খেলোয়াড় পেলেকে ছাড়িয়ে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক এখন আর্জেন্টাইন তারকা মেসি। ৬৪৪টি গোল করে এক নম্বরে অবস্থান করছেন মেসি। 

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভায়োদোলিদের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় বার্সা। ম্যাচের দ্বিতীয়ার্ধ্বে রেকর্ডসূচক গোলটি করেন মেসি। এর আগে কিংবদন্তি পেলে সান্টোসের হয়ে ১৯৫৬ ও ১৯৭৪ সালের মর্ধবর্তী সময়ে ১৮ বছরে ৬৪৩টি গোল করে বিশ্বরেকর্ড করেছিলেন।  

খেলা শেষে নিজের ইন্সটাগ্রামে লিখেন, ‘আমি যখন ফুটবল শুরু করি তখন আমি কক্ষনো ভাবিনি আমি কোন রেকর্ড ভাঙবো। বিশেষ করে পেলের রেকর্ডটা, যেটা এখন আমার।’

এই সাফল্যের জন্য সতীর্থ, পরিবার ও বন্ধুদেরকে ধন্যবাদ জানান মেসি। 

এর আগে মেসির ৬৪৩টি গোল হবার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধুবাদ জানিয়েছিলেন পেলে। একটি পোস্টে মেসিকে উদ্দেশ্য তিনি লিখেছিলেন, ‘যখন কোনো কিছুর প্রতি ভালোবাসা হৃদয়কে পরিপূর্ণ করে তোলে, তখন তা এড়ানো বা সে পথ পরিবর্তন করা সত্যিই কঠিন। যেখানে নিজ বাড়ির মতো অনুভূতি পাওয়া যায় সে জায়গার চেয়ে আপন আর কিছুই হতে পারে না।’ 

পেলে তার পোস্টে মেসিকে উদ্দেশ্য করে আরও লেখেন, ‘মেসির মতো দীর্ঘদিন ভালোবেসে একই ক্লাবের হয়ে খেলার মতো এমন উদাহরণ খুব কমই আছে ফুটবলে। আর এ জন্য মেসিকে সম্মান ও শ্রদ্ধা জানাই।’

আইনিউজ/এইচএ

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়