Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:১০, ২৩ ডিসেম্বর ২০২০

সাতপাকে বাঁধা পড়লেন ভারতীয় স্পিনার চাহাল

ধনশ্রী ভার্মা ও ইয়ুজবেন্দ্র চাহাল

ধনশ্রী ভার্মা ও ইয়ুজবেন্দ্র চাহাল

বিয়ে করেছেন ভারতের লেগ স্পিনার ইয়ুজবেন্দ্র চাহাল। বাগদত্তা ধনশ্রী ভার্মার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন এই ভারতীয় স্পিনার। বিয়ের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভক্তদের এই সুখবর জানিয়ে দিলেন তিনি।

অস্ট্রেলিয়ার সঙ্গে সীমিত ওভারের সিরিজ শেষ করে মাত্র কিছুদিন আগেই দেশে ফেরত আসেন এই তারকা স্পিনার। এরপরই বাগদত্তাকে ধনশ্রী ভার্মাকে জীবনসঙ্গী করে নিলেন চাহাল।

করোনার কারণে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবারই বিয়ের আসনে বসেন চাহাল-ধনশ্রী। টুইটারে বিয়ের ছবি পোস্ট করে চাহাল লিখেছেন, ‘কোনো একদিন শুরু হওয়া কাহিনি এবার সুখী দাম্পত্য জীবনের রূপ নিল। এখন থেকে অনন্তকালের জন্য একসঙ্গে পথ চলা শুরু।’

ছবি পোস্ট হওয়ার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন ভারতীয় ক্রিকেটের এই নবদম্পতি। ভারতীয় দলে তার সতীর্থরাও যোগ দিয়েছেন সেই অভিনন্দন বন্যায়। সুরেশ রায়না, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজারাও অভিনন্দন জানিয়েছেন তাকে। এমনকি শচিন টেন্ডুলকার পর্যন্ত অভিনন্দন জানিয়েছেন চাহালকে।

গত আগস্টেই ছোট্ট পরিসরে বাগদান পর্ব সেরেছিলেন এই জুটি। এরপর আইপিএলের সময় চাহালের সঙ্গে আরব আমিরাতেও গিয়েছিলেন ধনশ্রী। সর্বশেষ বছর শেষে নতুন সংসার পাতলেন মিস্টার অ্যান্ড মিসেস চাহাল।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়