Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৩, ২৪ ডিসেম্বর ২০২০

মৃত্যুর আগে দিয়াগোর শরীরে কোন অবৈধ মাদক দেওয়া হয়নি

নভেম্বরের শেষ ভাগে মারা যাওয়া ফুটবল কিংবদন্তী দিয়াগো ম্যারাডোনার মৃতদেহ নিয়ে কম আলোচনা হয়নি। কেউ কেউ অভিযোগ তোলেছিলেন ম্যারাডোনার শরীরে অবৈধ মাদক প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে।  তবে সেই সন্দেহকে মিথ্যে প্রমাণ করলো টক্সিকোলোজি রিপোর্ট। 

রিপোর্টে জানানো হয়েছে, মৃত্যুর আগে ম্যারাডোনার শরীরে কোনো ধরনের অ্যালকোহল বা অবৈধ মাদক প্রয়োগ করা হয়নি। খবর মার্কা'র 

টক্সিকোলোজি রিপোর্টে আরও বলা হয়, তার শরীরে এমন ধরনের ওষুধ পাওয়া গেছে, যা তার শারীরিক ও মানসিক চিকিৎসার কাজে ব্যবহৃত হয়েছে।

এই তদন্তের মূল কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল সান ইসিদরো তার তদন্তে দেখেছেন, ম্যারাডোনার পুরো চিকিৎসাকালে কোনো অপব্যবহার হয়েছে কি না। তিনি দেখেছেন- ম্যারাডোনাকে প্রয়োগ করা ওষুধ হতাশা এবং খিঁচুনি ধরণের সমস্যার সমাধানের কাজে ব্যবহার করা হয়েছিল। এ ছাড়া পেটের সমস্যার কারণেও এগুলো দেওয়া হয়েছিল।

এই রিপোর্টগুলোই প্রমাণ করে ম্যারাডোনা কিডনি, লাং ও লিভারের জটিল সমস্যায় ভুগছিলেন।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়