স্পোর্টস ডেস্ক
সুখবর এলো সুরেশ রায়নার জন্য
সুরেশ রায়না। ফাইল ছবি
সম্প্রতি করোনাকালীন নিয়ম ভঙ্গের দায়ে গ্রেফতার হয়েছিলেন সুরেশ রায়না। এমন পরিস্থিতিতে একটি সুখবর পেয়েছেন তিনি।
জানা গেছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে খেলবেন রায়না। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির এক কর্মকর্তা।
আইপিএলের ত্রয়োদশ আসর শুরুর আগে গত আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ে জানিয়েছিলেন রায়না। এরপর আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমালেও খেলতে পারেননি তিনি। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে পারিবারিক কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
সম্প্রতি শেষ হওয়া এই আসরে রায়নার ঘাটতি পুষিয়ে উঠতে পারেনি সিএসকে। এ কারণে তীব্র ক্ষোভে টুর্নামেন্ট চলাকালীন সময়েই চেন্নাইয়ের ওয়েবসাইট থেকে তার নাম মুছে ফেলা হয়েছিল। এমন ঘটনায় সমর্থকরা ভেবে নিয়েছিলেন, রায়নাকে হয়তো চেন্নাইয়ের জার্সিতে আর দেখা যাবে না।
তবে সমর্থকদের এমন ভাবনা অমূলক বলে জানিয়েছেন চেন্নাইয়ের এক কর্মকর্তা। সম্প্রতি মুম্বাই মিররকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রায়না চেন্নাইয়ের সঙ্গেই আছেন। আগামী আসরে তিনি আমাদের সঙ্গেই থাকবেন। তাকে সরিয়ে দেয়ার কোনো ভাবনা নেই।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























